ওয়ানডেতে হেসনের ‘কোয়ালিটি’ নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

আন্তর্জাতিক
ওয়ানডেতে হেসনের ‘কোয়ালিটি’ নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব
ম্যাচ বিশ্লেষণে শোয়েব আখতার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রানও করতে না পারা পাকিস্তানের সামর্থ্য নিয়েই এবার প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। সাবেক এই পেসার মনে করেন, পেস সহায়ক কন্ডিশনে খেলতে নামলেই ধরা পড়ে যাচ্ছে দলের আসল রূপ। তার মতে, এমন ব্যাটিং ব্যর্থতার পেছনে বড় দায় রয়েছে টিম ম্যানেজমেন্টের।

ত্রিনিদাদে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন জেইডেন সিলস। ছয় উইকেট শিকার করে সফরকারীদের ৯২ রানে থামিয়ে দেন এই ক্যারিবিয়ান পেসার। ২৯৫ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান হারে ২০২ রানে। আর তাতেই ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

শুধু ব্যাটিং নয়, শোয়েবের আক্রমণের কেন্দ্রে ছিলেন কোচ হেসনও। এই কিউই কোচের অধীনে দলটি ওয়ানডেতে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না বলেই মনে করছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

হেসনের সমালোচনা করে শোয়েব বলেন, 'মাইক হেসন একজন ভালো টি-টোয়েন্টি কোচ, কিন্তু ওয়ানডেতে তার কী কোয়ালিটি আছে আমি জানি না। এই সংস্করণে যদি মানসম্পন্ন খেলোয়াড়দের না খেলালে, এটাই ঘটবে।'

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরও ওয়ানডে সিরিজে এমন হারের পর পাকিস্তান শিবিরে শুরু হয়েছে বিশ্লেষণ। কারণ পাকিস্তানের ব্যাটাররা ৩০ ওভারও টিকতে পারেননি, কেউই ফিফটির কাছাকাছিও যেতে পারেননি। এমনকি একটি ৪০ রানের জুটিও গড়তে পারেনি দলটি।

'প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার ও স্পিনার না খেলালে, পুরো ৫০ ওভার খেলতে পারবেন না। এটা বাজে নীতির ফল, খেলোয়াড়দের দোষ নয়। পেস সহায়ক উইকেটে সবসময় খেলোয়াড়দের আসল চেহারা বেরিয়ে আসবে।'

অস্ট্রেলিয়ার দুই পেসারের উদাহরণ টেনে বলেন, 'তাদের শুকরিয়া করা উচিত যে, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সেখানে (ওয়েস্ট ইন্ডিজ দলে) ছিল না। যখন এমন কন্ডিশনে খেলা হবে, আমাদের খেলোয়াড়দের খোলস ভেঙে যাবে।'

আরো পড়ুন: শোয়েব আখতার