হেসনকে পাকিস্তানের গার্ডিয়ানের মতো আচরণ না করার পরামর্শ বাসিত আলীর

ছবি: পিসিবি

এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটারদের পরখ করে দেখছে পাকিস্তান। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে প্রায় প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজেও এমন চিত্র দেখা গেছে। প্রথম ওয়ানডেতে জেতার পর একাদশে তিনটি পরির্তন আনে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচেও একটি পরিবর্তন এনেছে তারা।
‘বাবর-রিজওয়ানরা বিজ্ঞাপনই করুক, ওরা কোচদের কথা শোনে না’
১৪ আগস্ট ২৫
প্রতি ম্যাচেই পাকিস্তানের একাদশে পরিবর্তন আসায় তাদেরকে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে তুলনা করেছেন বাসিত। এসবের জন্য অবশ্য হেসনের দায় দেখছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। দল হিসেবে ভালো করতে না পারলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কী ধরনের কথা বলা হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হেসনকে গার্ডিয়ানের ভূমিকায় দেখতে চান না তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমার মতে, আমাদের প্রধান কোচের উচিত গার্ডিয়ানের মতো এত পরিবর্তন না করে পাকিস্তানের ক্রিকেটের সহায়ক হিসেবে কাজ করা। কখনো দুইটা পরিবর্তন আবার কখনো তিনটা—অনেকটা ইসলামাবাদ ইউনাইটেডের মতো। আপনি জানেন উত্তর কী দেবে? বড় ইভেন্টের জন্য আমরা দল গোছাচ্ছি।’
বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ পাকিস্তান কোচের
১৭ আগস্ট ২৫
বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজে জয় পেয়েছে পাকিস্তান। প্রতিবেদন লেখার সময় ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকার পেছনে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের অভাব দেখেন বাসিত। এভাবে পরিবর্তন করলে পাকিস্তান কেবল কাঠমাণ্ডর সঙ্গে পারফর্ম করবে বলে মন্তব্য করেন তিনি।
বাসিত বলেন, ‘পাকিস্তান দলের আসল সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আপনি যদি ক্রিকেটারদের আত্মবিশ্বাস না দেন এবং এভাবে পরিবর্তন করতে থাকেন তাহলে আমার মনে হয় তারা কেবল কাঠমান্ডুর মতো দলের সঙ্গে পারফর্ম করবে। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, পাকিস্তান দলে এটাই মিসিং।’