হেসনকে পাকিস্তানের গার্ডিয়ানের মতো আচরণ না করার পরামর্শ বাসিত আলীর

পিসিবি
‘মাইক হেসনের হাতে ক্ষমতা আছে এবং সে ক্ষমতার অপব্যবহার করছে।’ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানের প্রধান কোচকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন বাসিত আলী। ওয়েস্ট ইন্ডিজ চলাকালীন আবারও হেসনের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সেই সঙ্গে কিউই কোচকে পাকিস্তানের ক্রিকেটের গার্ডিয়ান না হয়ে বরং সহায়ক হিসেবে কাজ করার পরামর্শ দিলেন বাসিত।

promotional_ad

এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটারদের পরখ করে দেখছে পাকিস্তান। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে প্রায় প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজেও এমন চিত্র দেখা গেছে। প্রথম ওয়ানডেতে জেতার পর একাদশে তিনটি পরির্তন আনে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচেও একটি পরিবর্তন এনেছে তারা।


আরো পড়ুন

‘বাবর-রিজওয়ানরা বিজ্ঞাপনই করুক, ওরা কোচদের কথা শোনে না’

১৪ আগস্ট ২৫
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

প্রতি ম্যাচেই পাকিস্তানের একাদশে পরিবর্তন আসায় তাদেরকে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে তুলনা করেছেন বাসিত। এসবের জন্য অবশ্য হেসনের দায় দেখছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। দল হিসেবে ভালো করতে না পারলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কী ধরনের কথা বলা হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হেসনকে গার্ডিয়ানের ভূমিকায় দেখতে চান না তিনি।


promotional_ad

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমার মতে, আমাদের প্রধান কোচের উচিত গার্ডিয়ানের মতো এত পরিবর্তন না করে পাকিস্তানের ক্রিকেটের সহায়ক হিসেবে কাজ করা। কখনো দুইটা পরিবর্তন আবার কখনো তিনটা—অনেকটা ইসলামাবাদ ইউনাইটেডের মতো। আপনি জানেন উত্তর কী দেবে? বড় ইভেন্টের জন্য আমরা দল গোছাচ্ছি।’


আরো পড়ুন

বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ পাকিস্তান কোচের

১৭ আগস্ট ২৫
ফাইল ছবি

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজে জয় পেয়েছে পাকিস্তান। প্রতিবেদন লেখার সময় ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকার পেছনে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের অভাব দেখেন বাসিত। এভাবে পরিবর্তন করলে পাকিস্তান কেবল কাঠমাণ্ডর সঙ্গে পারফর্ম করবে বলে মন্তব্য করেন তিনি।


বাসিত বলেন, ‘পাকিস্তান দলের আসল সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আপনি যদি ক্রিকেটারদের আত্মবিশ্বাস না দেন এবং এভাবে পরিবর্তন করতে থাকেন তাহলে আমার মনে হয় তারা কেবল কাঠমান্ডুর মতো দলের সঙ্গে পারফর্ম করবে। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, পাকিস্তান দলে এটাই মিসিং।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball