‘গম্ভীর সংযত হতে পারতেন’, ওভাল বিতর্কে মন্তব্য হেইডেনের

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি
গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে লি ফোর্টিস, ফাইল ফটো
গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে লি ফোর্টিস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে। তবে ওভাল টেস্ট শুরুর আগে ঘটে যাওয়া একটি ঘটনা এখনও আলোচনায়। সেই ম্যাচের আগে ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের কিউরেটর লি ফোর্টিসের বাকবিতণ্ডা হয়। এবার তা নিয়ে মত দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন।

ঘটনার শুরু হয়েছিল ম্যাচের আগে অনুশীলনের সময়। গম্ভীর খেলোয়াড়দের নিয়ে পিচের কাছাকাছি চলে যান। কিন্তু কিউরেটর ফোর্টিস চাননি কেউ ওই জায়গায় যাক। তিনি গম্ভীরকে কিছু বলার পর, গম্ভীরের সেটা ভালো লাগেনি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গম্ভীর তখন রেগে গিয়ে বলেন, 'আমাদের কী করতে হবে, সেটা তোমার বলার দরকার নেই।'

ফোর্টিসও চুপ ছিলেন না। গম্ভীরের ব্যবহার নিয়ে লিখিত অভিযোগ করার হুমকি দেন তিনি। গম্ভীর তখন আরও সোজাসাপ্টা ভাষায় বলেন, 'তুমি শুধু মাঠের কাজ করো, আমাদের কী করতে হবে সেটা বোঝানোর দরকার নেই।'

এই ঘটনার কয়েকদিন পর একটি পডকাস্টে হেইডেন বলেন, 'এটা ইংল্যান্ডে প্রায়ই হয়। যেন একধরনের ক্ষমতার প্রদর্শন—এ আমার ভেন্যু, শেষ টেস্ট, আমি গম্ভীরকে একটু কঠিন অবস্থায় ফেলব। কিন্তু গম্ভীরও একটু সংযত হতে পারতেন। ভাষা আরও ভালো হতে পারত। তবে বাস্তবতা হলো, তার দলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টের আগে অনুশীলন করছে, সেটাও মাথায় রাখতে হবে।'

টাইমস অব ইন্ডিয়া জানায়, গম্ভীর যখন ব্যাটারদের পর্যবেক্ষণ করছিলেন, তখন ফোর্টিস বারবার কিছু বলছিলেন। সম্ভবত সেখান থেকেই উত্তেজনা তৈরি হয়।

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও বলেন, 'আমরা তো মাঠে খেলেছি, অভ্যস্ত। কিউরেটর যে আচরণ করছিলেন, সেটা একটু অদ্ভুতই ছিল। তাদের বুঝতে হবে, তারা অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন।'

ঘটনা শেষে কিউরেটর ফোর্টিসও জানান, তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থাকে বলেন, 'আমি কখনোই খলনায়ক ছিলাম না, আমাকে বানানো হয়েছে। তবে আশা করি, সবাই খেলা উপভোগ করেছে।'