ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের

আন্তর্জাতিক
ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের
জস বাটলার ও বাবর আজম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনে। ইংলিশ সামারে নিউজিল্যান্ডের, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। এর মধ্যে কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে বেন স্টোকসের দল। লর্ডসে ৪ জুন শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। যা শেষ হবে ২৫ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ১৭ জুন। এরপর ইংল্যান্ডের ব্যস্ততা শুরু হবে ভারত সিরিজের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে তারা। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ জুলাই থেকে, ওয়ানডে সিরিজ আরম্ভ হবে ১৪ জুলাই থেকে।

এরপর আবারও টেস্ট খেলতে নামবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। তারা পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজটি শুরু হবে ১৯ আগস্ট। ম্যাচটি আয়োজন করা হবে ঐতিহাসিক হেডিংলিতে। আর ২৭ আগস্ট দুই দলের লর্ডস টেস্ট শুরু হবে আর ৯ সেপ্টেম্বর এই দুই দল নিজেদের শেষ টেস্ট খেলবে এজবাস্টনে।

এরপর ইংল্যান্ড দল যাবে শ্রীলঙ্কা সফরে। এই সফরের সবকটি ম্যাচই সাদা বলের। ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ সেপ্টেম্বর। তিনটি টি-টোয়েন্টি শেষে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর।

ঘরোয়া সূচি ঘোষণা করে ইসিবির প্রধান নির্বাহী অফিসার রিচার্ড গোল্ড বলেছেন, ‘আমি নিশ্চিত যে দর্শকরা বেন স্টোকস ও হ্যারি ব্রুকের দলের খেলা দেখে মুগ্ধ হবে। সাদা বল হোক কিংবা লাল বল, দুই দলই দারুণ বিনোদন দিয়ে থাকে। এতগুলো ভিন্ন ভিন্ন দেশ প্রতিযোগিতায় আসছে দেখে দারুণ লাগছে। আমরা আরও একটি দারুণ গ্রীষ্ম, বিশাল জনসমাগম এবং দুর্দান্ত ক্রিকেটের প্রত্যাশা করছি।’

ইংল্যান্ডের সিরিজ সূচি-

ফরম্যাটসিরিজতারিখম্যাচভেন্যুসময়
টেস্টইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড৪–৮ জুনপ্রথম টেস্টলর্ডস, লন্ডনসকাল ১১টা
টেস্টইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড১৭–২১ জুনদ্বিতীয় টেস্টদ্য কিয়া ওভাল, লন্ডনসকাল ১১টা
টেস্টইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড২৫–২৯ জুনতৃতীয় টেস্টট্রেন্ট ব্রিজ, নটিংহ্যামসকাল ১১টা
টেস্টইংল্যান্ড বনাম পাকিস্তান১৯–২৩ আগস্টপ্রথম টেস্টহেডিংলি, লিডসসকাল ১১টা
টেস্টইংল্যান্ড বনাম পাকিস্তান২৭–৩১ আগস্টদ্বিতীয় টেস্টলর্ডস, লন্ডনসকাল ১১টা
টেস্টইংল্যান্ড বনাম পাকিস্তান৯–১৩ সেপ্টেম্বরতৃতীয় টেস্টএজবাস্টন, বার্মিংহামসকাল ১১টা
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম ভারত১ জুলাইপ্রথম টি-টোয়েন্টিব্যাংকস হোমস রিভারসাইড, ডারহামসন্ধ্যা ৬:৩০
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম ভারত৪ জুলাইদ্বিতীয় টি-টোয়েন্টিএমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টারদুপুর ২:৩০
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম ভারত৭ জুলাইতৃতীয় টি-টোয়েন্টিট্রেন্ট ব্রিজ, নটিংহ্যামসন্ধ্যা ৬:৩০
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম ভারত৯ জুলাইচতুর্থ টি-টোয়েন্টিসিট ইউনিক স্টেডিয়াম, ব্রিস্টলসন্ধ্যা ৬:৩০
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম ভারত১১ জুলাইপঞ্চম টি-টোয়েন্টিইউটিলিটা বোল, সাউদাম্পটনসন্ধ্যা ৬:৩০
ওয়ানডেইংল্যান্ড বনাম ভারত১৪ জুলাইপ্রথম ওয়ানডেএজবাস্টন, বার্মিংহামদুপুর ১টা
ওয়ানডেইংল্যান্ড বনাম ভারত১৬ জুলাইদ্বিতীয় ওয়ানডেসোফিয়া গার্ডেনস, কার্ডিফদুপুর ১টা
ওয়ানডেইংল্যান্ড বনাম ভারত১৯ জুলাইতৃতীয় ওয়ানডেলর্ডস, লন্ডনসকাল ১১টা
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা১৫ সেপ্টেম্বরপ্রথম টি-টোয়েন্টিইউটিলিটা বোল, সাউদাম্পটনসন্ধ্যা ৬:৩০
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা১৭ সেপ্টেম্বরদ্বিতীয় টি-টোয়েন্টিসোফিয়া গার্ডেনস, কার্ডিফসন্ধ্যা ৬:৩০
টি-টোয়েন্টিইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা১৯ সেপ্টেম্বরতৃতীয় টি-টোয়েন্টিএমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টারসময় নির্ধারিত হয়নি
ওয়ানডেইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা২২ সেপ্টেম্বরপ্রথম ওয়ানডেব্যাংকস হোমস রিভারসাইড, ডারহামদুপুর ১২:৩০
ওয়ানডেইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা২৪ সেপ্টেম্বরদ্বিতীয় ওয়ানডেহেডিংলি, লিডসদুপুর ১২:৩০
ওয়ানডেইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা২৭ সেপ্টেম্বরতৃতীয় ওয়ানডেদ্য কিয়া ওভাল, লন্ডনসকাল ১০:৩০

আরো পড়ুন: ইংল্যান্ড