ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের

ছবি: জস বাটলার ও বাবর আজম

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ১৭ জুন। এরপর ইংল্যান্ডের ব্যস্ততা শুরু হবে ভারত সিরিজের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে তারা। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ জুলাই থেকে, ওয়ানডে সিরিজ আরম্ভ হবে ১৪ জুলাই থেকে।
শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের
২২ মিনিট আগে
এরপর আবারও টেস্ট খেলতে নামবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। তারা পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজটি শুরু হবে ১৯ আগস্ট। ম্যাচটি আয়োজন করা হবে ঐতিহাসিক হেডিংলিতে। আর ২৭ আগস্ট দুই দলের লর্ডস টেস্ট শুরু হবে আর ৯ সেপ্টেম্বর এই দুই দল নিজেদের শেষ টেস্ট খেলবে এজবাস্টনে।

এরপর ইংল্যান্ড দল যাবে শ্রীলঙ্কা সফরে। এই সফরের সবকটি ম্যাচই সাদা বলের। ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ সেপ্টেম্বর। তিনটি টি-টোয়েন্টি শেষে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর।
রুটের রেকর্ডময় দিনে ইংল্যান্ডের বিশাল সংগ্রহ
২ ঘন্টা আগে
ঘরোয়া সূচি ঘোষণা করে ইসিবির প্রধান নির্বাহী অফিসার রিচার্ড গোল্ড বলেছেন, ‘আমি নিশ্চিত যে দর্শকরা বেন স্টোকস ও হ্যারি ব্রুকের দলের খেলা দেখে মুগ্ধ হবে। সাদা বল হোক কিংবা লাল বল, দুই দলই দারুণ বিনোদন দিয়ে থাকে। এতগুলো ভিন্ন ভিন্ন দেশ প্রতিযোগিতায় আসছে দেখে দারুণ লাগছে। আমরা আরও একটি দারুণ গ্রীষ্ম, বিশাল জনসমাগম এবং দুর্দান্ত ক্রিকেটের প্রত্যাশা করছি।’
ইংল্যান্ডের সিরিজ সূচি-
ফরম্যাট | সিরিজ | তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
টেস্ট | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | ৪–৮ জুন | প্রথম টেস্ট | লর্ডস, লন্ডন | সকাল ১১টা |
টেস্ট | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | ১৭–২১ জুন | দ্বিতীয় টেস্ট | দ্য কিয়া ওভাল, লন্ডন | সকাল ১১টা |
টেস্ট | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | ২৫–২৯ জুন | তৃতীয় টেস্ট | ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম | সকাল ১১টা |
টেস্ট | ইংল্যান্ড বনাম পাকিস্তান | ১৯–২৩ আগস্ট | প্রথম টেস্ট | হেডিংলি, লিডস | সকাল ১১টা |
টেস্ট | ইংল্যান্ড বনাম পাকিস্তান | ২৭–৩১ আগস্ট | দ্বিতীয় টেস্ট | লর্ডস, লন্ডন | সকাল ১১টা |
টেস্ট | ইংল্যান্ড বনাম পাকিস্তান | ৯–১৩ সেপ্টেম্বর | তৃতীয় টেস্ট | এজবাস্টন, বার্মিংহাম | সকাল ১১টা |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম ভারত | ১ জুলাই | প্রথম টি-টোয়েন্টি | ব্যাংকস হোমস রিভারসাইড, ডারহাম | সন্ধ্যা ৬:৩০ |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম ভারত | ৪ জুলাই | দ্বিতীয় টি-টোয়েন্টি | এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার | দুপুর ২:৩০ |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম ভারত | ৭ জুলাই | তৃতীয় টি-টোয়েন্টি | ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম | সন্ধ্যা ৬:৩০ |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম ভারত | ৯ জুলাই | চতুর্থ টি-টোয়েন্টি | সিট ইউনিক স্টেডিয়াম, ব্রিস্টল | সন্ধ্যা ৬:৩০ |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম ভারত | ১১ জুলাই | পঞ্চম টি-টোয়েন্টি | ইউটিলিটা বোল, সাউদাম্পটন | সন্ধ্যা ৬:৩০ |
ওয়ানডে | ইংল্যান্ড বনাম ভারত | ১৪ জুলাই | প্রথম ওয়ানডে | এজবাস্টন, বার্মিংহাম | দুপুর ১টা |
ওয়ানডে | ইংল্যান্ড বনাম ভারত | ১৬ জুলাই | দ্বিতীয় ওয়ানডে | সোফিয়া গার্ডেনস, কার্ডিফ | দুপুর ১টা |
ওয়ানডে | ইংল্যান্ড বনাম ভারত | ১৯ জুলাই | তৃতীয় ওয়ানডে | লর্ডস, লন্ডন | সকাল ১১টা |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ১৫ সেপ্টেম্বর | প্রথম টি-টোয়েন্টি | ইউটিলিটা বোল, সাউদাম্পটন | সন্ধ্যা ৬:৩০ |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ১৭ সেপ্টেম্বর | দ্বিতীয় টি-টোয়েন্টি | সোফিয়া গার্ডেনস, কার্ডিফ | সন্ধ্যা ৬:৩০ |
টি-টোয়েন্টি | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ১৯ সেপ্টেম্বর | তৃতীয় টি-টোয়েন্টি | এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার | সময় নির্ধারিত হয়নি |
ওয়ানডে | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ২২ সেপ্টেম্বর | প্রথম ওয়ানডে | ব্যাংকস হোমস রিভারসাইড, ডারহাম | দুপুর ১২:৩০ |
ওয়ানডে | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ২৪ সেপ্টেম্বর | দ্বিতীয় ওয়ানডে | হেডিংলি, লিডস | দুপুর ১২:৩০ |
ওয়ানডে | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ২৭ সেপ্টেম্বর | তৃতীয় ওয়ানডে | দ্য কিয়া ওভাল, লন্ডন | সকাল ১০:৩০ |