স্টোকসের ৫ উইকেটের পর ম্যানচেস্টারে ক্রলি-ডাকেটের বাজবল ক্রিকেট

জ্যাক ক্রলি ও বেন ডাকেট মিলে ১৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েছেন
ওয়াশিংটন সুন্দরকে ফেরানোর ওভারেই আনশুল কাম্বোজের উইকেটও নিলেন বেন স্টোকস। ভারতের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামা কাম্বোজকে ফিরিয়ে ২০১৭ সালের পর টেস্টে ৫ উইকেটের দেখা পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকসের এমন বোলিংয়ের দিনে ব্যাট হাতে ভারতের উপর ছড়ি ঘুরিয়েছেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। বাজবল ক্রিকেটের ছবি এঁকে উদ্বোধনী জুটিতে ১৬৬ রান তুললেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয় তাদের দুজনকে। ২ উইকেটে ২২৫ রান নিয়ে দিন শেষ করা ইংল্যান্ড এখনো পিছিয়ে ১৩৩ রানে।

promotional_ad

৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। তাদের দুজনের জুটি ভেঙেছে সকালের শুরুতেই। জফরা আর্চারের মিডল স্টাম্পের লেংথ ডেলিভারিতে এজ হয়ে স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়েছেন ২০ রান করা জাদেজা। পরবর্তীতে জুটি গড়ে ভারতকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন ওয়াশিংটন ও শার্দুল। তাদের দুজনের জুটিতে তিনশ ছাড়িয়ে যায় ভারত।


আরো পড়ুন

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট

১২ ঘন্টা আগে
সেঞ্চুরির পর জো রুট, ইসিবি

প্রথম সেশনের শেষের দিকে এসে অবশ্য তাদের জুটি ভাঙেন স্টোকস। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শার্দুল। তবে আউট সাইড এজ হয়ে ক্যাচ দিয়েছেন গালিতে থাকা ডাকেটের হাতে। ৮৮ বলে ৪১ রান করে ফিরতে হয় ডানহাতি ব্যাটারকে। শার্দুল ফেরার পর ব্যাটিংয়ে আসেন ঋষভ পান্ত। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে ব্যথা পেয়েছিলেন তিনি।


promotional_ad

ইংল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়া বাঁহাতি উইকেটকিপার ব্যাটার ব্যাটিংয়ে নামবেন কিনা সেটার নিশ্চয়তা ছিল না। তবে বিস্ময় জাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন তিনি। লাঞ্চের পর দ্রুতই ফেরেন ৯০ বলে ২৭ রান করা ওয়াশিংটন। একই ওভারে আউট হয়েছেন কাম্বোজও। তাকে ফিরিয়ে ২০১৭ সালের পর টেস্টে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। ১৯৮৩ সালের পর প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবেও ঘরের মাঠে ৫ উইকেট নিয়েছেন তিনি।


আরো পড়ুন

ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের

১৭ ঘন্টা আগে
জস বাটলার ও বাবর আজম

৪৮ বলে ৩৭ রান মাঠ ছাড়া পান্ত ব্যাটিংয়ে নেমে আরও ১৭ রান যোগ করেন। আর্চারের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে বীরেন্দর শেবাগের পাশে নাম লেখান তিনি। টেস্টে ভারতের হয়ে সমান ৯০টি করে ছক্কা মেরেছেন শেবাগ ও পান্ত। একটু পরই অবশ্য আর্চারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৫৪ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার। শেষের দিকে জসপ্রিত বুমরাহ ফিরলে প্রথম ইনিংসে ৩৫৮ রানে থামে ভারত। ইংল্যান্ডের হয়ে স্টোকস পাঁচটি ও আর্চার তিনটি উইকেট নিয়েছেন।


দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন ক্রলি ও ডাকেট। প্রথম তিন টেস্টে প্রত্যাশা মেটাতে না পারায় একাদশে তাদের জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে ক্রলি যেন নিজেকে মেলেই ধরতে পারছিলেন না। তবে ম্যানচেস্টারে এসে ছন্দ খুঁজে পেয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনারই। মোহাম্মদ সিরাজ, কাম্বোজ ও শার্দুলদের বিপক্ষে বাজবল ক্রিকেট খেলেছেন তারা দুজন।


ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ১৮.৫ ওভারেই দলের রান একশ পূরণ করেন ক্রলি ও ডাকেট। ৭৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ক্রলি হাঁটছিলেন সেঞ্চুরির পথে। ১১৩ বলে ৮৪ রানের ইনিংস খেলা ক্রলিকে ফিরিয়ে ১৬৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জাদেজা। ৪৬ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ডাকেটের উইকেট নিয়েছেন কাম্বোজ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বাঁহাতি ওপেনার ফিরেছেন ৯৪ রানে। দিনের বাকিটা সময় অনায়াসে কাটিয়ে দিয়েছেন অলি পোপ ও জো রুট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball