ম্যানচেস্টারে ‘ব্যাটার’ পান্তকে না খেলানোর পরামর্শ শাস্ত্রীর

লর্ডস টেস্টের সময় আঙুলের চোটে পড়েছেনঋষভ পান্ত
ম্যানচেস্টার টেস্টের আগেই চোট থেকে সেরে উঠবেন ঋষভ পান্ত! তৃতীয় টেস্টের পর এমন ইঙ্গিত দিয়েছিলেন শুভমান গিলের। ভারতের অধিনায়কের এমন আশ্বাসের পরও বাঁহাতি উইকেটকিপার ব্যাটার চতুর্থ টেস্টে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। কিপিংয়ের জন্য ফিট না হলেও পান্তকে শুধু ব্যাটার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানচেস্টারে শুধু ব্যাটার পান্তকে না খেলানোর পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।

promotional_ad

লর্ডস টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে জসপ্রিত বুমরাহর করা ৩৪তম ওভারের ঘটনা। ডানহাতি পেসারের ডাউন লেগের ডেলিভারিতে বল গ্লাভসবন্দী করতে গিয়ে বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান পান্ত। ব্যথা অনুভব করায় তখনই ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। সেই সময় খেলা কিছুটা সময় বন্ধ থাকে। প্রাথমিক চিকিৎসার পর বুমরাহর ওভার শেষ করেন পান্ত।


আরো পড়ুন

লর্ডস টেস্টের আগে ডিউক বল নিয়ে চিন্তিত ভারত

১০ জুলাই ২৫
উইকেটের পর ভারতীয় দলের উল্লাস, ফাইল ফটো

পরবর্তীতে কিপিং করার মতো অবস্থা না থাকায় তারকা ক্রিকেটারের পরিবর্তে ধ্রুব জুরেলকে মাঠে নামানো হয়। তৃতীয় টেস্টের বাকিটা সময় ভারতের হয়ে কিপিং করেছেন জুরেল। কিপিং করতে না পারলেও ঠিকই ব্যাটিংয়ে নেমেছিলেন পান্ত। প্রথম ইনিংসে রান আউট হওয়ার আগে খেলেছিলেন ১১২ বলে ৭৪ রানের ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেননি তিনি। ম্যাচ জিততে শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট।


promotional_ad

এমন অবস্থায় সকালের শুরুতেই জফরা আর্চারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন পান্ত। রবীন্দ্র জাদেজা, বুমরাহ ও মোহাম্মদ সিরাজের লড়াইয়ের পরও ভারত ২২ রানে ম্যাচ হারে। এমআরআই স্ক্যানে বড় কোন চিড় ধরা না পড়ায় গিল ম্যানচেস্টারে পান্তকে পাওয়ার ইঙ্গিত দেন। যদিও এখনো পর্যন্ত বাঁহাতি ব্যাটারের খেলা নিশ্চিত নয়। চতুর্থ টেস্টে খেলতে হলে পুরো ফিট হতে হবে পান্তকে। কিপিং না করে ফিল্ডিং করলে বাঁহাতি ব্যাটারের চোট আরও বাজে হবে বলে মনে করেন শাস্ত্রী।


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুকে দায়ী করেছে আদালত

২ ঘন্টা আগে
বিসিসিআই

কিপিং করার মতো অবস্থায় না থাকলে পান্তকে তাই না খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ। আইসিসির রিভিউ পডকাস্টে সানজানা গানেশানের সঙ্গে আলাপকালে শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় না বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে তার খেলা ‍উচিত। সে যদি কিপিং করতে না পারে তাহলে ফিল্ডিং করতে হবে। যদি সে ফিল্ডিং করে তাহলে সেটা আরও বাজে হবে। গ্লাভস থাকলে অন্তত কিছুটা প্রটেকশন থাকবে। গ্লাভস ছাড়া যদি সে আঘাত পায় তাহলে সেটা ভালো হবে না। এতে চোট আরও খারাপ হবে।’


শাস্ত্রী মনে করিয়ে দিয়েছেন, শুধু ব্যাটিং করে পান্ত ম্যানচেস্টারে খেলতে পারবেন না। তিনি বলেন, ‘আপনাকে দেখতে হবে এটা ভেঙেছে কিনা। যদি ভাঙে কিংবা চিড় ধরা পড়ে তাতে বরং পুরোপুরি ফিট হয়ে ওভাল টেস্টে খেলা ভালো। সে এখন বিকল্প নিতে পারবে না। তারা এখন জানবেই সে চোটে পড়েছে। আপনি যখন পরের টেস্টের জন্য দল বাছাই করবেন তখন তাকে কিপিং করতে হবে এবং ব্যাটিং করতে হবে। সে দুইটার একটা করতে পারবে না। যদি সে পুরোপুরি ফিট থাকে এবং কোন চিড় না থাকে তাহলে আমার মনে হয় সে খেলবে।’


অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে দারুণ ক্রিকেট খেলছে ভারত। তবে ফলাফল নিজেদের পক্ষে আনতে বেগ পেতে হচ্ছে সফরকারীদের। হেডিংলিতে ভালো খেলার পরও ইংল্যান্ডের বাজবলের বিপক্ষে পেরে উঠতে পারেনি তারা। তবে গিলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এজবাস্টনে টেস্ট জেতে ভারত। লর্ডসে জয়ের সম্ভাবনা জাগালেও সিরাজের দুর্ভাগ্যজনক আউটে ২২ রানে হারে গৌতম গম্ভীরের শিষ্যরা। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball