লারার বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েও ভাঙলেন না মুল্ডার

ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা

আক্রমণাত্বক ব্যাটিংয়ে জয়াবর্ধনে, হেইডেনকে ছাড়ানোর পাশাপাশি লারাকেও পেছনে ফেলার সুযোগ ছিল মুল্ডারের। সাউথ আফ্রিকার প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৪০০ রানও করতে পারতেন ডানহাতি এই ব্যাটার। অথচ লাঞ্চ থেকে আর ব্যাট হাতে ফিরলেন না তিনি। মুল্ডার যখন ৩৬৭ রানে অপরাজিত তখন ৫ উইকেটে ৬২৬ রান নিয়ে ইনিংস ঘোষণা দেয় সাউথ আফ্রিকা। ফলে লারার রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও মুল্ডার এবং সাউথ আফ্রিকা সেই সুযোগটা নেয়নি।
আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকুক: মুল্ডার
৪ ঘন্টা আগে
মুল্ডারের যেখানে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডের মালিক হওয়ার সুযোগ ছিল সেখানে সাউথ আফ্রিকান অধিনায়ক থেকে গেলেন পাঁচে। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন লারার। তালিকার দুইয়ে আছেন হেইডেন। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ৩৮০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। তিনে ৩৭৫ রান করা লারা। তালিকার চারে আছেন ২০০৬ সালে সাউথ আফ্রিকার সঙ্গে ৩৭৪ রানের ইনিংস খেলা জয়াবর্ধনে।

২৬৪ রান নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমেই গ্রায়েম স্মিথকে ছাড়িয়ে যান ডানহাতি এই ব্যাটার। ব্লেসিং মুজারাবানিকে এক্সট্রা কভার দিয়ে চার মেরে সাউথ আফ্রিকার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন মুল্ডার। ২০০৩ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। একটু পর ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি পেয়ে যান মুল্ডার। টেস্টে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে তিনশ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
মুল্ডারের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার দাপট
৬ জুলাই ২৫
২০০৮ সালে চেন্নাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দর শেবাগ। ৩১০ বলে সেঞ্চুরি আছে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এদিকে টেস্টে নেতৃত্বের অভিষেকে আগের দিনই সর্বোচ্চ রানের ইনিংস খেলে গ্রাহাম ডাউলিংকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। ১৪৮ বছরের ইতিহাসে নেতৃত্বের অভিষেকে প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সি এই ব্যাটার।
সাউথ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। বর্তমানে টেস্টে সাউথ আফ্রিকান হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডটা মুল্ডারের কাছে। টেস্টের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারও তিনিই।