গিলের আরেকটি সেঞ্চুরি, জয়সাওয়ালের ৮৭ রানে তিনশ পার ভারতের

আন্তর্জাতিক
গিলের সেঞ্চুরি, জয়সাওয়ালের ৮৭ রানে তিনশ পার ভারতের
অধিনায়ক হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি শুভমান গিলের, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
৯৪ রানে থাকা শুভমান গিল জো রুটকে পরপর দুটি বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছান। সেঞ্চুরি উদযাপনে হেলমেট খুলে হুঙ্কার ছাড়েন ভারতের নব্য টেস্ট অধিনায়ক। নেতৃত্ব পাওয়ার পর তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে এজবাস্টন টেস্টের প্রথম দিনেই তিনশ পেরিয়ে গেছে ভারত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ পাঁচ উইকেটে ৩১০ রান। খেলা হয়েছে মোট ৮৫ ওভার। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

তবে এ দিন ১৩ রানের জন্য সেঞ্চুরি পাননি ইয়াশভি জয়সাওয়াল। বাঁহাতি এই ওপেনার ১৩টি চারে ১০৭ বলে করেন ৮৭ রান। গিল ২১৬ বলে ১২টি চারে ১১৪ রান করে অপরাজিত আছেন। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানো চতুর্থ ভারতীয় ব্যাটার তিনি।

তার আগে এই কৃতিত্ব আছে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলির। গিলের সঙ্গে উইকেটে আছেন রবীন্দ্র জাদেজা। ভারতের এই অলরাউন্ডার ৬৭ বলে পাঁচটি চারে ৪১ রানে আছেন। গিলের সঙ্গে তার জুটি অবিচ্ছিন্ন ৯৯ রানের।

এ দিন টস ভাগ্যে আবারও ব্যর্থ হন গিল। ইংল্যান্ডে টানা দ্বিতীয় টেস্টে টস হেরে যায় ভারত। ৫৯১তম টেস্টে এটি তাদের ৩০০তম টস হার। টেস্ট ইতিহাসে ভারতের চেয়ে অবশ্য ইংল্যান্ড (৫৬৩ বার) এবং অস্ট্রেলিয়া (৪৩৪ বার) বেশি বার টসে হেরেছে।

প্রথম টেস্টের হারের পর ভারতীয় দলে এসেছে তিনটি পরিবর্তন। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে জসপ্রিত বুমরাহকে। নতুন করে একাদশে জায়গা পেয়েছেন আকাশ দিপ। এ ছাড়া নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরও এই ম্যাচে খেলছেন।

ম্যাচের শুরুতে পেসবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগান ক্রিস ওকস। অষ্টম ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন তিনি। ২৬ বলে কেবল দুই রান আসে রাহুলের ব্যাটে।

দ্বিতীয় উইকেটে জয়সওয়াল ও করুন নায়ার ৮০ রানের জুটি গড়লেও ইনিংস বড় করতে পারেননি নায়ার। ৫০ বলে ৩১ রান করে ব্রাইডন কার্সের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। আট বছর পর টেস্টে ফিরে টানা তিন ইনিংসে ব্যর্থ হলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।

জয়সওয়াল ৫৯ বলে ফিফটি ছুঁয়ে শতকের পথেই ছিলেন, কিন্তু বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের মুঠোয় ধরা পড়েন তিনি। টেস্টে টানা সাতটি ইনিংসে পঞ্চাশ ছাড়ানো রান করেছেন তিনি। এই কৃতিত্ব ভারতের হয়ে তার আগে ছিল শুধু রাহুল দ্রাবিড়ের।

এক পর্যায়ে পাঁচ উইকেটে ২১১ রানে থাকা ভারত সেখান থেকে ঘুরে দাঁড়ায় গিল ও জাদেজার জুটিতে। মাঝে শোয়েব বশিরের বলে মিড অনে ক্যাচ তুলে পান্ত ২৫ রানে ফিরে যান। ছয় বলে এক রান আসে ওকসের বলে বোল্ড হওয়া নিতিশের ব্যাটে। দিনের শেষ ঘন্টায় ১৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল।

আরো পড়ুন: শুভমান গিল