হেলমেটে বলের আঘাত, ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের ওপেনার

আন্তর্জাতিক
হেলমেটে বলের আঘাত, ম্যাচ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের ওপেনার
মাথায় আঘাত পাওয়ার পর ব্রায়ান বেনেট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাউথ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। এর ফলে টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।

এরই মধ্যে তার কনকাশন সাব হিসেবে সুযোগ পেয়েছেন আরেক ওপেনার প্রিন্স মাসভাউরে। বুলাওয়ায়োতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা।

রবিবার ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুই ব্যাটারকে হারিয়ে। ফিরে যান টাকুদজোয়ানাশে কাইটান ও নিকোলাস ওয়েলচকে।

ষষ্ঠ ওভারের শেষ বলে মাফাকার শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে হেলমেটে আঘাত পান বেনেট। এরপর ফিজিও এসে তার সেবা শুশ্রূষা করেন। এরপর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ওপেনার।

পরের ওভারে আরও তিনটি বল মোকাবেলা করেন তিনি। কিন্তু অস্বস্তি থাকায় তিনি এরপরই মাঠ ছেড়ে যান। সেই সময় তার নামের পাশে ছিল ২৮ বলে ১৯ রান।

এর আগে ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের এই ওপেনার খেলেছিলেন ১৩৯ রানের ইনিংস। যদিও সেই ম্যাচে হেরেছিল জিম্বাবুয়ে। তবে এমন ফর্মের তুঙ্গে থাকা একজন ব্যাটারকে হারানো নিশ্চিতভাবেই বড় ধাক্কা জিম্বাবুয়ের জন্য।

আরো পড়ুন: ব্রায়ান বেনেট