মুম্বাইয়ের ঘটনা ভুলে জয়সাওয়ালের ওপর বাজি রাহানের

ইয়াশভি জয়সাওয়াল, ফাইল ফটো
গতবারের রঞ্জি ট্রফির মৌসুমে মুম্বাই দলের ভেতরে একটি ঘটনাকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট মহলে রোমাঞ্চ সৃষ্টি হয়। অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে তরুণ ব্যাটার ইয়াশভি জয়সাওয়ালের তর্ক-বিতর্কের খবর উঠে আসে শিরোনামে।

promotional_ad

জম্মু-কাশ্মীরের কাছে হারের পর ড্রেসিংরুমে জয়সাওয়ালের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। রাগের বশে তিনি রাহানের কিট ব্যাগে লাথি মেরেছিলেন। সেই সময় এমনও শোনা গিয়েছিল, মুম্বাইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন জয়সাওয়াল।


আরো পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন রাহানে

২২ আগস্ট ২৫
অনুশীলনে আজিঙ্কা রাহানে

যদিও সেই ঘটনার প্রভাব এখন আর নেই। চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে তরুণ এই ওপেনারের উপর আস্থা রাখছেন রাহানে। জাতীয় দলের হয়ে জয়সাওয়ালের ভূমিকা নিয়ে আশাবাদী ভারতের সাবেক টেস্ট সহ-অধিনায়ক। তার প্রত্যাশা পূরণ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই ১০১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জয়সাওয়াল।


নিজের ইউটিউব চ্যানেলে রাহানে বলেন, 'ব্যক্তিগত ভাবে জয়সাওয়ালের ব্যাটিং নিয়ে আমি খুবই আগ্রহী। ওর ভাল খেলার দিকে তাকিয়ে আছি। কারণ ইংল্যান্ডে ওপেনিং খুব গুরুত্বপূর্ণ।'


promotional_ad



আরো পড়ুন

‘আইয়ার আর জয়সাওয়ালের প্রতি অন্যায় হয়েছে’

২০ আগস্ট ২৫
শ্রেয়াস আইয়ার ও ইয়াশভি জয়সাওয়াল, ফাইল ফটো

'জয়সাওয়ালের যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। ২২ গজে একপ্রান্ত ধরে রাখার ক্ষমতা যেমন রয়েছে, তেমনই প্রয়োজনমতো আগ্রাসী খেলাও করতে পারে। ইংল্যান্ডের কন্ডিশনে এসব খুব জরুরি।'


এদিকে এই সিরিজে দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের উপরেও ভরসা রাখছেন রাহানে। তার মতে, অভিজ্ঞ এই দুই বোলারকে সামনে থেকেই বোলিং আক্রমণ সামলাতে হবে।


রাহানে আরো বলেন, 'চাইব জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ ভালো খেলুক। দলে ওরা সিনিয়র। দায়িত্ব নিতে হবে ওদের। বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে হবে। উইকেট নিতে হবে দু’জনকেই।'


'সকলেই জানে বুমরাহ একজন দুর্দান্ত বোলার। ওর উইকেট নেওয়ার দক্ষতা প্রমাণিত। ওকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। ইংল্যান্ডের মতো জায়গায় টেস্ট সিরিজ জেতা বিশেষ কিছু। সেই উপলব্ধি নিয়েই মাঠে নামতে হবে ওকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball