মা আইসিইউতে, ইংল্যান্ড থেকে ভারতে ফিরলেন গম্ভীর

আন্তর্জাতিক
মা আইসিইউতে, ইংল্যান্ড থেকে ভারতে ফিরলেন গম্ভীর
গৌতম গম্ভীর
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কদিন পরেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে অংশ নিতে দলের সঙ্গেই ইংল্যান্ডে গিয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তবে সিরিজ শুরুর আগেই তার ভারতে ফিরতে হয়েছে।

জানা গেছে গম্ভীরের মা হার্ট অ্যাটাক করেছেন এবং বর্তমানে আইসিইউতে রয়েছেন। অসুস্থ মায়ের পাশে থাকতেই তিনি নিজ দেশে ফিরেছেন। গম্ভীর ২০ জুন লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে আবারও ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এর আগে বৃহস্পতিবার তিনি ভারতীয় দলের প্র্যাকটিস সেশনে ছিলেন না। তখনই আঁচ পাওয়া যাচ্ছিল এমন কিছুর। এএনআইকে একটি সূত্র জানিয়েছে, 'ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর একটি পারিবারিক জরুরি কারণে ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন।'

গম্ভীরের অনুপস্থিতিতে, শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক এবং বোলিং কোচ মর্নে মর্কেল থাকবেন। তারাই ভারতীয় দলের দেখভাল করবেন। এটি গম্ভীরের ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম ইংল্যান্ড সফর।

রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর ভারত টেস্ট দল একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তাই তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজে। ভারত তাদের শেষ বিদেশ সফরে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছিল।

গম্ভীরের অধীনে নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারত ১৮ বছরে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ভারত শেষবার ইংল্যান্ডকে হারিয়েছিল।

আরো পড়ুন: গৌতম গম্ভীর