promotional_ad

ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি

ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে খোশগল্পে মেতেছেন টিম সাউদি, ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়ার পর ইংল্যান্ড জাতীয় দলের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে সেই চাকরিও ছাড়ছেন সাবেক এই পেসার। অ্যান্ডারসনের জায়গায় ইংল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন টিম সাউদি। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

promotional_ad

২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো নিউজিল্যান্ড টেস্ট দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাউদি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কিউইদের হয়ে ১০৭ টেস্টে নিয়েছেন ৩৯১ উইকেট। টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ডানহাতি পেসারের চেয়ে বেশি উইকেট আছে কেবল স্যার রিচার্ড হ্যাডলির।


আরো পড়ুন

উইলিয়ামসনের ফর্ম দেখে সাউদির উচ্ছ্বাস

১৬ ফেব্রুয়ারি ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার নিয়েছিলেন ৪৩১ উইকেট। তিন সংস্করণ মিলে ৩৯৪ ম্যাচে ৩৪ হাজার ৩১৮ বল করেছেন সাউদি। কিউইদের সাবেক পেসার নিয়েছেন ৭৭৬ উইকেট। নিউজিল্যান্ডকে অপ্রতিরোধ্য করে তোলার পেছনে দারুণভাবে অবদান রেখেছেন তিনি। রঙিন ক্যারিয়ারের ইতি টেনেছেন সেই ইংল্যান্ডের বিপক্ষেই, হ্যামিলটনে।


promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছেন সাউদি। চলতি বছরের জানুয়ারিতে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে অ্যান্ডারসনের এক বছরের চুক্তিতে কোচিংয়ে যুক্ত হওয়ার সুযোগ মিলতে যাচ্ছে সাউদির। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন তিনি।


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

ব্রেন্ডন ম্যাককালামের পরামর্শে সাউদির সঙ্গে যোগাযোগ করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের হয়ে ১৭০টি ম্যাচে একসঙ্গে খেলেছেন ম্যাককালাম ও সাউদি। যেখানে ৭৮ ম্যাচে কিউই পেসারের অধিনায়ক ছিলেন ম্যাককালাম। এ ছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে ড্রেসিং রুম শেয়ার করেছেন তারা দুজন।


এমনকি সাউদির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত রেড ওয়াইন বোতল উপর দিয়েছিলেন ম্যাককালাম। ইংল্যান্ডের প্রধান কোচ বিশ্বাস করেন, বোলিং কোচ হিসেবে দারুণ করতে পারেন সাউদি। ইংলিশ ক্রিকেটারদের অনেকের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় সাউদির কাজটাও সহজ হবে। বেন স্টোকসের সঙ্গেও কিউই পেসারের দারুণ সম্পর্ক রয়েছে।


২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ইংল্যান্ডের ব্যস্ততা শুরু হবে। পরবর্তীতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। চলতি বছরের সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ডেও যেতে হবে ইংল্যান্ডকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball