promotional_ad

জিম্বাবুয়েতে শুরু বাংলাদেশে শেষ বুনের

বুনের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিসিবি পরিচালক ফাহিম, বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এবারের সফরটি বুনের কাছে নিশ্চিতভাবেই বিশেষ হয়ে থাকবে। কারণ চলতি চট্টগ্রাম টেস্ট দিয়েই ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন এই কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

promotional_ad

এর আগে সিলেট টেস্টেও ম্যাচ রেফারির দায়িত্ব সামলেছেন বুন। এবার তিনি চট্টগ্রামে। এই ম্যাচের টসের পর বুনের হাতে আইসিসির স্মারক তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সেই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম টেস্টে আম্পায়ারের দায়িত্বে থাকা রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা।


আরো পড়ুন

এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে তারা খেলা বোঝে না: তাইজুল

১২ মিনিট আগে
মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়ের সঙ্গে তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সম্মানের সঙ্গে বিদায় জানিয়েছেন এই ম্যাচ রেফারিকে। বুনকে সম্মাননা তুলে দেয়ার বিষয়টি বিসিবি নিজেদের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। এ নিয়ে ম্যাচ রেফারি হিসেবে দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন বুন।


promotional_ad

তিনি এখনও পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্ব সামলেছেন। এর আগে ২০১১ সালে বুলাওয়েতে পাকিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন বুন।


ম্যাচ রেফারির দায়িত্ব ছাড়লেও বুন থাকছেন ক্রিকেটের সঙ্গেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। ম্যাচ রেফারির দায়িত্ব নিয়ে পুরো বিশ্ব চষে বেড়াতে হয়েছে সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। এবার তিনি নিজ দেশেই থিতু হতে চলেছেন।


চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগের পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দেয়ার কথা রয়েছে বুনের হাতে। সেই সঙ্গে এই ম্যাচ রেফারির বিদায় উপলক্ষ্যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হচ্ছে। এখন দেখার বিষয় এই ম্যাচটি পাঁচদিনে গড়ায় কিনা। নাহলে আগেভাগেই শেষ হবে বুনের ক্যারিয়ারের শেষ ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball