promotional_ad

‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান

বল হাতে ৫ উইকেট নিয়ে আবারও নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স
দ্বিতীয় ওয়ানডেতে হারিস রউফের কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ৫১ রানের ইনিংস খেলেছিলেন নাসিম শাহ। সিরিজের শেষ ম্যাচে ইমাম উল হকের কনকাশন সাব  হিসেবে নামাতে হয়েছে উসমান খানকে। সবমিলিয়ে ১২ জন ব্যাটিং করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফল বদলায়নি একটুও। ২৬৪ রান তাড়ায় সফকারীরা ২২১ রানের বেশি করতে পারেনি। ৪৩ রানের হারে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছেন সালমান আলী আঘারা।

promotional_ad

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে জয়ের জন্য ২৬৪ রান তাড়ায় তৃতীয় ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। জ্যাকব ডাফির লেংথ ডেলিভারি শর্ট মিড অফে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন ইমাম উল হক। রান নেয়ার সময় ফিল্ডারের থ্রো গিয়ে আঘাত হানে বাঁহাতি ওপেনারের হেলমেটে। প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ব্যাটিং করার মতো অবস্থায় ছিলেন না তিনি। ফলে গাড়ীতে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় ইমাম উল হককে। 


আরো পড়ুন

সিয়ার্স-মুজারাবানিকে টপকে এপ্রিলের মাসসেরা মিরাজ

১৪ মে ২৫
মেহেদী হাসান মিরাজ, আইসিসি

বাঁহাতি ওপেনার উঠে যাওয়ার পর ব্যাটিংয়ে আসেন বাবর আজম। সাবলীল ব্যাটিংয়ে আব্দুল্লাহ শফিককে সঙ্গ নিতে থাকেন তিনি। ৮৩ বলে ৬৮ রানের জুটি গড়েন তারা দুজন। ৫৬ বলে ৩৩ রান করা শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন বেন সিয়ার্স। ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ডাফিকে ক্যাচ দিয়েছেন তিনি। চোট নিয়ে মাঠ ছাড়া ইমাম উল হকের কনকাশন সাব হিসেবে চারে ব্যাটিং করতে নামেন উসমান। 


যদিও সুবিধা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। মোহাম্মদ আব্বাসের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন ১২ রান করা উসমান। একটু পর ৫৬ বলে হাফ সেঞ্চুরি করেন বাবর। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ড্যারিল মিচেলের বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক। 


promotional_ad

সালমান আঘাও আউট হয়েছেন দ্রুতই। পরবর্তী মোহাম্মদ রিজওয়ান ও তৈয়্যব তাহির মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হয়নি। ৩২ বলে ৩৭ রান করা রিজওয়ান ফিরলে ভাঙে জুটি। শেষের দিকে ৩৩ রানে আউট হয়েছেন তাহিরও। আউট হওয়ার আগে অবশ্য বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হয়েছিল তাকে। ডাফি যখন তাকে বল করতে যাচ্ছিলেন তখন পুরো স্টেডিয়ামের ফ্লাডলাইট অফ হয়ে গেছিল।


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

১৯ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

শেষ পর্যন্ত সুফিয়ান মুকিমকে আউট করে ৫ উইকেট নেয়ার সঙ্গে পাকিস্তানকে অল আউট করেন সিয়ার্স। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ বা অধিক উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ডানহাতি পেসার। ৯ ওভারে ৩৪ রানে ৫ উইকেট নেয়া সিয়ার্সের বাইরে ডাফি দুটি উইকেট নিয়েছেন। মিচেল, আব্বাস ও মাইকেল ব্রেসওয়েল পেয়েছেন একটি করে উইকেট।


টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তোলে নিউজিল্যান্ড। আগের রাতে বৃষ্টি হওয়ায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের প্রতি ইনিংসের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪২ ওভারে। এমন ম্যাচে কিউইদের হয়ে ব্রেসওয়েল ৫৯, রেইস মারিও ৫৮, মিচেল ৪৩ ও হেনরি নিকোলস ৩১ রান করেছেন। পাকিস্তানের হয়ে আকিফ জাভেদ চারটি ও নাসিম দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন সুফিয়ান ও ফাহিম আশরাফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball