
কলকাতায় পাওয়েলের বদলি শিভাম
স্থগিত হওয়া আইপিএল আবারও শুরু হওয়ায় ভারতে ফিরেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজরা। তবে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকায় ভারতে ফিরতে পারেননি রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটারের বদলি হিসেবে শিভাম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।