শেষের ৬ ব্যাটারের ৩ রান, জেতা ম্যাচ হারল পাকিস্তান

ছবি: সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান

ডানহাতি পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৭৮ রানের ইনিংস খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক। বাবর ফিরতেই ধস নামল পাকিস্তানের ব্যাটিং অর্ডারে। ৫৮ রান করে থামলেন সালমানও। তবে শেষের ৬ ব্যাটার মিলে যেন এলেন আর গেলেন।
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
তৈয়্যব তাহির, ইরফান খান, নাসিম শাহ, হারিস রউফ, আকিফ জাভেদ ও মোহাম্মদ আলী সবাই মিলে করেছেন মাত্র ৩ রান। যেখানে তিনজনই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। নাথান স্মিথের দারুণ বোলিংয়ের সঙ্গে পাকিস্তানের শেষের ধসে ৭৩ রানে হারে পাকিস্তান। টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও হেরে শুরু হলো সফরকারীদের।

জয়ের জন্য ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় আব্দুল্লাহ শফিক ও উসমান খান মিলে পাকিস্তানকে ভালো শুরুই এনে দিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছিলেন ৮৩ রান। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন স্মিথ। ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন উসমান। একটু পর আউট হয়েছেন আরেক ওপেনার শফিকও। তাকে ফিরিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল।
একশর আগেই দুই উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। ৩০ রান করা রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন মুহাম্মদ আব্বাস। ৬৫ বলে হাফ সেঞ্চুরি করা বাবর আউট হয়েছেন ৭৮ রানে। হাফ সেঞ্চুরি করা সালমান ফিরেছেন ৫৮ রানের ইনিংস খেলে। শেষের দিকে কেউই দাঁড়াতে না পারায় ২৭১ রানে অল আউট হয় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন স্মিথ।
টস হেরে ব্যাটিং করতে নেমে মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরি ও মিচেল, আব্বাসের হাফ সেঞ্চুরিতে ৩৪৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছেন চ্যাপম্যান। মিচেল ৭৬ ও আব্বাস আউট হয়েছেন ৫২ রানে। অভিষেকেই ২৪ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন আব্বাস। পেছনে ফেলেছেন ক্রুনাল পান্ডিয়া ও অ্যালিক অ্যাথানাজের ২৬ বলের রেকর্ডকে।