promotional_ad

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারলেও নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে একই সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের তারকা দুই ক্রিকেটাররকে। এশিয়া কাপ ও বিশ্বকাপকে ভাবনায় রেখে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আকিব জাভেদ।

promotional_ad

সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারে টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান। তাকে সরিয়ে সালমান আলী আঘাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে সালমান ও শাদাব খানকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়েছে দেশরটির ক্রিকেট বোর্ড।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান, বাদ বাবর-রিজওয়ান

৪ মার্চ ২৫
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও জায়গা হারিয়েছেন রিজওয়ান। ডানহাতি উইকেটকিপারের পাশাপাশি বাবর ও নাসিমের মতো তারকা ক্রিকেটারও বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। বর্তমান সময়ে ভারতসহ বেশ কয়েকটি দেশই টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিচ্ছে এবং সাফল্যও পাচ্ছে। এমন ভাবনা থেকেই বাবর, রিজওয়ানদের সরিয়ে তরুণদের সুযোগ দেয়া হয়েছে বলে ইঙ্গিত করেছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচ।



promotional_ad

এ প্রসঙ্গে আকিব বলেন, ‘এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত হতে পারে না, এখানে যদি কিন্তুর ব্যাপার আছে। তবে এই মুহুর্তে আমরা মনে করছি তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া  ও আমাদের খেলার ধরনের সঙ্গে মানসিকতা পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছি। অনেক দলকে দেখবেন তাদের টি-টোয়েন্টি দলের ৮০-৯০ শতাাংশ ক্রিকেটারই আলাদা। আমি বুঝতে পারছি বিদ্যমান সেটআপ থেকে আমাদের এখনও দুই-একজন ক্রিকেটারকে প্রয়োজন আছে।’


আরো পড়ুন

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

২ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি

নিউজিল্যান্ড সফরে বাবর, রিজওয়ান, নাসিমের পাশাপাশি স্কোয়াডে রাখা হয়নি ফখর জামান ও সাইম আইয়ুবকেও। তারা দুজনই অবশ্য চোটের কারণে দলে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা সফরে খেলার সময় চোট পেয়েছিলেন সাইম। আরেক ওপেনার ফখর ইনজুরিতে পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আকিব মনে করেন, তারা দুজন ফিরলে পাকিস্তানের দল আরও শক্তিশালী হবে।



তিনি বলেন, ‘আপনি যদি স্কোয়াডের দিকে তাকান তাহলে সাইম এবং ফখর যদি ফিট হয়ে ফিরে আসে তাহলে এটা সত্যিই শক্তিশালী একটা স্কোয়াড হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ২৪-২৫ জন ক্রিকেটার নিয়ে একটা পুল তৈরি করা। তাদেরকে আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা এটা নিশ্চিত করতে চাই এসব টুর্নামেন্টে তারা যেন একই মাইন্ডসেট নিয়ে যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball