promotional_ad

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান, বাদ বাবর-রিজওয়ান

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরেছিলেন মোহাম্মদ রিজওয়ান। দুই সিরিজে ৫ ম্যাচের একটিতেও জয়ের দেখা পাননি তিনি। এমন পারফরম্যান্সে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত তাকে সরিয়ে সালমান আলী আঘাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

promotional_ad

স্থায়ী দায়িত্ব পাওয়ার আগে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সালমান। ডানহাতি ব্যাটারের অধিনায়কত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। এদিকে নিউজিল্যান্ড সফরে সালমানের সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে লম্বা সময় পর জাতীয় দলে ফেরা শাদাব খান। ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে সালমান ও শাদাবকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়েছে পিসিবি। 


আরো পড়ুন

বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা

২৮ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান, আইসিসি

দল গুছিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন তারা। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও জায়গা হারিয়েছেন রিজওয়ান। ডানহাতি উইকেটকিপারের পাশাপাশি বাবর আজম ও নাসিম শাহর মতো তারকা ক্রিকেটার বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। সাইম আইয়ুবের চোটে পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ হারিস। 


এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলা হাসান নাওয়াজ ও আব্দুল সামাদ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলা ওমাইর বিন ইউসুফ ঘরোয়া টি-টোয়েন্টি ভালো করে ডাক পেয়েছেন। সবশেষ সিরিজ থেকে জায়গা ধরে রেখেছেন সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ। রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অলরাউন্ড পারফর্ম করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন খুশদিল শাহ।



promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে টিকে গেছেন রিজওয়ান। একমাত্র শাহীন শাহ আফ্রিদি বাদে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে বড় ধরনের কোন পরিবর্তন নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া আব্দুল্লাহ শফিক ও সুফিয়ান মুকিম ফিরেছেন। ফখর জামানের বদলি হিসেবে সুযোগ পাওয়া ইমাম উল হক নিজের জায়গা ধরে রেখেছেন। বিপিএলে ভালো করে প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আকিফ জাভেদ।  


আরো পড়ুন

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

২ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি

টি–টোয়েন্টি দল- আঘা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নাওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।


ওয়ানডে দল- মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আঘা সালমান (সহ–অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়্যব তাহির।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball