promotional_ad

ভারতের বিপক্ষে খেলবেন না ফখর

নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেননি ফখর জামান (বামে), ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনেই বড় বিপদের মুখে পড়ল পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হলো তারকা ওপেনার ফখর জামানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শঙ্কা কাটিয়ে ব্যাটিংয়ে অবশ্য নেমেছেন ফখর, তবে এই ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না এই ওপেনার।

promotional_ad

পাকিস্তানের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ। পাকিস্তানের আরেকটি গণমাধ্যম জিও নিউজ অবশ্য আরেকটু বাড়িয়েই দাবি করেছে। তারা বলেছে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এই ওপেনার।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখরের, বদলি ইমাম উল হক

২০ ফেব্রুয়ারি ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ফখর জামান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তারা আরও বলেছে, বিকল্প ওপেনার হিসেবে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ইমাম-উল-হক। যদিও এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি পিসিবি।


 উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ খেলতে দুবাইয়ে যাবে পাকিস্তান।



promotional_ad

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে শতরানের ইনিংসে দলকে শিরোপা জিতিয়েছিলেন ফখর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে একরকম নিশ্চিতভাবেই ফখরকে ছাড়া ভারতের বিপক্ষে খেলবে মোহাম্মদ রিজওয়ানের দল।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

গতকাল আগে ব্যাটিং করতে নেমে শাহীন শাহ আফ্রিদির করা প্রথম ওভারের দ্বিতীয় বলে কাভার ড্রাইভ খেলেছিলেন কিউই ওপেনার উইল ইয়াং। সেই বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরি বাধান ফখর। বাউন্ডারির কাছে বল কুড়িয়ে যখন ফেরত পাঠান, তারপরেই বসে পড়েন বিজ্ঞাপন বোর্ডের কাছে।


সাথে সাথে ইশারায় জানান বদলি ফিল্ডার নামানোর। টিভি ফুটেজে আরও দেখা যায়, কোমরের পেশিতে হাত রেখে কাতরাচ্ছেন এই ওপেনার। এর আরও অনেকক্ষণ পরে মাঠে নামেন তিনি। পরে নিয়মের বেড়াজালে পড়ে চার নম্বরে নেমে ৪১ বলে ২৪ রান করেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball