promotional_ad

কোহলিকে আপনি ফেলে দিতে পারবেন না: পিটারসেন

কেভিন পিটারসেন (বামে) ও বিরাট কোহলি (ডানে), ফাইল ছবি
সাদা পোশাকের ক্রিকেটে বিরাট কোহলির পারফরম্যান্স আজকাল একেবারেই ধূসর। টেস্টে ছন্দে না থাকার প্রভাব পড়ছে ওয়ানডেও। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে রান করতে না পারায় অনেকে কোহলিকে দলের ‘বোঝা’ও মনে করছেন। যদিও কেভিন পিটারসেন ব্যাট ধরছেন ভারতের সাবেক অধিনায়কের পক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের সেরা ছন্দে না থাকলেও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মনে করিয়ে দিয়েছেন, কোহলিকে চাইলেই ফেলে দেয়ার সুযোগ নেই।

promotional_ad

ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে মিলে সবশেষ ৮ ম্যাচের ১৪ ইনিংসে সমান একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্টের রানের দেখা না পেলেও ডানহাতি ব্যাটারের ওয়ানডে পরিসংখ্যান অবশ্য ভিন্ন কথা বলছে। জাতীয় দলের জার্সিতে নিজের খেলা ১০ ওয়ানডেতে ৫২৬ রান করেছেন কোহলি। ৫৮.৪৪ গড়ের পাশাপাশি ৯০.৮৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তারকা এই ব্যাটার। 


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

২ ঘন্টা আগে
আইসিসি

দুইটি সেঞ্চুরির সঙ্গে চারটি হাফ সেঞ্চুরিও আছে কোহলির। ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির চেয়ে বেশি রান করেছেন কেবল শ্রেয়াস আইয়ার (৬৬৭) ও শুভমান গিল (৫৬৬)। সবশেষ কয়েক বছরে পুরনো ছন্দ না থাকায় বেশিরভাগ আইসিসির টুর্নামেন্টে তাকে নিয়ে নেতিবাচক কথা হয়েছে। তবে তাদের মতো করে ভাবছেন না পিটারসেন। 



promotional_ad

কোহলিকে নিয়ে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ক্রিকেটে সে অন্যতম সেরাদের একজন। অনেক মানুষ আছে যারা অনেকগুলো টুর্নামেন্টের আগে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাদের মতো ক্রিকেটার যখন ব্যাটিংয়ে জন্য হাঁটতে শুরু করে তখন আপনি তাদের ফেলে দিতে পারবেন না। বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন ওঠে।’


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতার পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। ২০২৭ বিশ্বকাপ না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে তার শেষ আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট। যদিও সেটার সম্ভাবনা ক্ষীণই মনে হচ্ছে। পিটারসেন মনে করেন, একমাত্র কোহলিই বলতে পারবেন সে কবে নাগাদ অবসর নেবেন। 



পিটারসেন, ‘এমন প্রশ্ন আমার, আপনার, নির্বাচক, কোচ এবং অন্যান্য খেলোয়াড়দের কাছে আসে না। সে কতদিন খেলা চালিয়ে যেতে চায়, কতদিন আরও ভালো হয়ে সবাই তার কাছ থেকে যে প্রত্যাশা করে সেটা মেটাতে পারবেন তার উত্তর একমাত্র বিরাট কোহলিই দিতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball