promotional_ad

বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ফাইল ছবি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। চার দলের যেকোন দুটি সুযোগ পাবে সেমিফাইনালে খেলার। কাগজে-কলমে পিছিয়ে থাকা বাংলাদেশের পাশাপাশি নিউজিল্যান্ডকেও সেরা চারের বাইরেই রাখছেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচের মতে, দাপুটে পারফরম্যান্সে ভারত ও পাকিস্তান অন্যদের তুলনায় এগিয়ে থাকবে এবং সেমিফাইনালে উঠবে।

promotional_ad

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা সময় জসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। তারকা পেসার না থাকায় শিরোপার দৌড় থেকে ভারত পিছিয়ে যেতে পারে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মাদের সেমিফাইনাল খেলায় বাঁধা দেখছেন না শাস্ত্রী। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। বাবর আজমরা খেলবেন নিজেদের মাটিতে। যদিও ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের খেলতে হবে দুবাইয়ে। 


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৮ ঘন্টা আগে
আইসিসি

ঘরের মাঠে খেলা হওয়ায় তারা সেমিফাইনালে জায়গা করে নেবে এটা অনেকটা প্রত্যাশিতই। গ্রুপের বাকি দুই দলের অবশ্য খুব বেশি সম্ভাবনা দেখেন না শাস্ত্রী। সাম্প্রতিক সময়ে ছন্দ থাকা নিউজিল্যান্ডকে নিয়ে জনপ্রিয় ধারাভাষ্যকারের ভাবনা, তারা যে কাউকে হারাতে পারে। দ্বিপাক্ষিক সিরিজে বেশ কয়েকবারই ভারত ও পাকিস্তানকে বিপাকে ফেলেছে বাংলাদেশ। তবে সেরা চারে লড়াইয়ে নাজমুল হোসেন শান্তদের একেবারেই দেখছেন না তিনি। 



promotional_ad

আইসিসির রিভিউয়ে এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমি ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত। তারপর নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে আপসেট করতে পারবে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় মি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।’


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১৭ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সাউথ আফ্রিকাকে তো তাদের দেশেই হোয়াইটওয়াশ করেছেন বাবর, মোহাম্মদ রিজওয়ানরা। ফলে স্বাগতিকদের বিপদজনক দল হিসেবেই দেখছেন শাস্ত্রী। তবে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা ওপেনার সাইম আইয়ুবকে পাকিস্তান মিস করবে বলে মনে করেন তিনি। 



শাস্ত্রী বলেন, ‘গত ছয় থেকে আট মাসে সাদা বলের ক্রিকেটে অনেক ভালো পারফর্ম করেছে, বিশেষ করে সাউথ আফ্রিকায়। টপ অর্ডারে তারা (সাইম) আইয়ুবকে মিস করবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু বিপজ্জনক হওয়ার মতো অনেক গভীরতা তাদের দলে আছে, বিশেষ করে ঘরের কন্ডিশনে। আমি বলব, তারা সেমিফাইনালে খেলতে পারে এবং সেখান থেকে তো খেলাটা যে কোনো দলেরই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball