promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও

প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মিচেল মার্শের। এই অলরাউন্ডারকে না পাওয়া বড় ক্ষতি অস্ট্রেলিয়ার জন্য। বৃহস্পতিবার সকালেই আরও বোমা ফাটিয়েছেন মার্কাস স্টইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাট থেকেই আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন।

promotional_ad

এবার জানা গেছে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। এই দুজনকে নিয়ে আগে থেকেই কিছুটা শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হয়েছে। ফলে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তত চারটি পরিবর্তন আনতে হচ্ছে।


আরো পড়ুন

থাকছেন না কামিন্স, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের নেতৃত্বে ‘স্মিথ অথবা হেড’

৫ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়াকে জেতানোর আনন্দে ভাসছেন স্টিভ স্মিথ (বামে) এবং ট্রাভিস হেড (ডানে), ফাইল ফটো

গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি কামিন্স। ফলে এই পেসারের সার্ভিস মিস করবে অজিরা। সেই সঙ্গে খুঁজতে হবে নতুন অধিনায়কও। সহ-অধিনায়ক মিচেল মার্শও না থাকায় অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ।


হ্যাজেলউড কাফ স্ট্রেইনের পাশাপাশি নতুন করে ভুগছেন নিতম্বের চোটে। এই পেসারেরও সেরে উঠতে বেশ সময় লাগবে। ফলে পেস বোলিং আক্রমণ নিয়েও বড় ভাবনায় পড়তে হচ্ছে অজিদের। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি অবশ্য জানিয়েছেন এই ক্রিকেটারদের ইনজুরি বাকি ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণ করার সুযোগ।



promotional_ad

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ ও মিচ ইনজুরিতে ভুগছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরে উঠতে পারবে না। তা হতাশার হলেও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বাকিদের পারফর্ম করার জন্য বড় সুযোগ এনে দিয়েছে।’


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সিরিজ খেলতে স্কোয়াডে ডাকা হয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও বেন দোয়ারশুইসকে। এই সিরিজের পরই চার ক্রিকেটারের বদলি ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া।


আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে। অস্ট্রেলিয়া ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ও আফগানিস্তান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball