promotional_ad

নীতিশের চোটে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন দুবে

আবারও ভারতের জাতীয় দলে ফিরলেন শিভাম দুবে
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। সেই চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ এই অলরাউন্ডার। নীতিশের বদলি হিসেবে ভারতের টি-টোয়েন্টি দলে যোগ দিতে যাচ্ছেন শিভাম দুবে।

promotional_ad

কলকাতার ইডেন গার্ডেন্সে বরুণ চক্রবর্তীর ঘূর্ণির পর অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে আগে ফিল্ডিং করতে নেমে দুটি ক্যাচ নিয়েছিলেন নীতিশ। তবে বোলিং কিংবা ব্যাটিং কিছুই করতে পারেননি তিনি। ম্যাচ শেষে জানা যায়, সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন নীতিশ। 


আরো পড়ুন

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

১১ ঘন্টা আগে
ব্যাটিংয়ে আবারও বাংলাদেশের হতাশা

ফলে চেন্নাইয়ে হতে যাওয়া টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না এটা তো নিশ্চিতই ছিল। শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি নয় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তরুণ এই অলরাউন্ডার। বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ থেকে চার সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে নীতিশকে। তাঁর বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পড়ছে দুবের। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না তাকে। 



promotional_ad

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে দলের সঙ্গে যোগ দেবেন দুবে। ভারতের হয়ে সবশেষ ২০২৪ সালের আগষ্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। মাঝে পিঠের চোটের কারণে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন দুবে। 


আরো পড়ুন

ভারতকে একাই জেতালেন তিলক

২৫ জানুয়ারি ২৫
ভারতকে জিতিয়ে ফেরার পথে তিলক ভার্মাকে কুর্নিশ জানাচ্ছিলেন অধিনায়ক তিলক ভার্মা

মুম্বাইয়ের হয়ে ৫ ম্যাচে ১৭৯.৭৯ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছিলেন তিনি। বল হাতে ৯.৩১ ইকনোমি রেটে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি মিডিয়াম এই পেসার। সবমিলিয়ে ভারতের হয়ে ৩৩ টি-টোয়েন্টি খেলেছেন দুবে। ১৩৪.৯৩ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করা দুবে ছিলেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গেও। 



ভারতের হয়ে ১১ টি উইকেটও নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। সাম্প্রতিক সময়ে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন দুবে। জম্মু কাশ্মীরের বিপক্ষে দুই ইনিংসেই রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। মুম্বাইয়ের ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন ভারতের এই অলরাউন্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball