চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ছবি: নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
আগামী ১৯ নভেম্বর করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসির এই টুর্নামেন্টের। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইতে।
টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই
৮ ঘন্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে আগামী ২৪ ফেব্রুয়ারি। একই মাঠে গ্রুপের শেষ ম্যাচ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তানের লড়াই হবে দুবাইতে আগামী ২৩ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অংশ নিচ্ছে ৮টি দল। 'এ' গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
‘বি’ গ্রুপের খেলা শুরু ২১ ফেব্রুয়ারি। সেদিন সাউথ আফ্রিকার মোকাবেলা করবে আফগানিস্তান। আর পরদিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মাঠে নামবে। ২৫ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। প্রথম সেমি ফাইনালে রাখা হয়েছে ৪ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজে ওয়ানডের হতাশা ভুলতে চায় বাংলাদেশ
৯ ঘন্টা আগেপরের দিন দ্বিতীয় সেমি ফাইনাল, এই ম্যাচের ভেন্যু দুবাই। ভারত ফাইনালে উঠলে লাহোরের পরিবর্তে দুবাইয়ে খেলা হবে। দুটি সেমিফাইনাল এবং ফাইনালেই রিজার্ভ ডে রাখা হয়েছে। এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি-