promotional_ad

ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম তৈরির প্রস্তাব শেহজাদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আহমেদ শেহজাদ, সংগৃহীত
ভারত-পাকিস্তানের বাজে সম্পর্কের কারণে লম্বা সময় ধরেই এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা থেকে বঞ্চিত দর্শকরা। এমনকি রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগের বেশি সময় ধরে পাকিস্তান সফরে যায় না ভারত। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাচ্ছে না ভারত। এরই মধ্যে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি।

promotional_ad

ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। দুই দেশের টানাপড়েনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে এই টুর্নামেন্ট নিয়ে সব শঙ্কা দূর হয়েছে। তবে ভবিষ্যতে ভারত পাকিস্তানে খেলবে কিনা।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি!

৪ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ও ভারতের জার্সি, বিসিসিআই

বা পাকিস্তান ভারতের খেলবে কিনা তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। কারণ পাকিস্তান যে দাবিগুলো দিয়েছিল এর মধ্যে ছিল  ২০২৪ থেকে ২০২৭ চক্রে তারা আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতেও ভারতে যাবে না আর।



promotional_ad

ভারত-পাকিস্তানের সমস্যার স্থায়ী সমাধানে অভিনব এক প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। তিনি রীতিমতো খোঁচা দিয়েছেন দুই দেশের ক্রিকেট বোর্ডকে। তার প্রস্তাব ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম বানানোর। যার দুই প্রবেশ পথ দিয়ে দুই দল মাঠে ঢুকবে। 


আরো পড়ুন

১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ১২ বছর পর রঞ্জিতে কোহলি

৫ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ায় সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির,ফাইল ফটো

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন শেহজাদ। সেখানেই ভারত-পাকিস্তান নিয়ে তিনি বলেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’



পাকিস্তানের সাবেক এই ব্যাটার ভারত ও বিসিসিআইকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball