সাউথ আফ্রিকার পেসারদের মিনি ‘হাসপাতালে’ এবার বার্টমান
ছবি: সাউথ আফ্রিকার ষষ্ঠ পেসার হিসেবে চলতি গ্রীষ্মে চোটে পড়লেন ওটিনিয়েল বার্টমান
ডান পায়ের হাঁটুর চোটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বার্টমান। ক্যাপ টাউনে দ্বিতীয় ওয়ানডের আগে রান আপের সময় অস্বস্তি অনুভব করেন ডানহাতি এই পেসার। ফলে সেই ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তবে পার্লে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন বার্টমান।
৭ ওভারে ৩৭ রান খরচায় ২ উইকেটও নিয়েছিলেন তিনি। ৩১ বছর বয়সী এই পেসারের চোট অবশ্য সাউথ আফ্রিকার টেস্ট পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়াবে না। কারণ বার্টমানের পরবর্তী অ্যাসাইনমেন্ট সাউথ আফ্রিকার এসএ২০ লিগ। যেখানে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে খেলবেন।
পেসারদের চোটের মিছিলে কারণে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রোটিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন কর্বিন বশ। শেষ ওয়ানডের স্কোয়াডে বার্টমানের স্থলাভিষিক্ত হবেন তরুণ এই পেসার। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেক হতে পারে কর্বিনের।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় লাহিরু কুমারার বলে আঙুলে চোট পেয়েছিলেন মুল্ডার। টেস্ট স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। গুঞ্জন আছে, মুল্ডারকে নিয়ে ঝুঁকি নেবে না সাউথ আফ্রিকা। সুপারস্পোর্ট পার্কে কাগিসো রাবাদা, মার্কো জানসেন, কর্বিন এবং ড্যান প্যাটারসন অথবা কিউনা মাফাকাকে নিয়ে খেলতে নামতে পারে তারা।