promotional_ad

সাউথ আফ্রিকার পেসারদের মিনি ‘হাসপাতালে’ এবার বার্টমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার ষষ্ঠ পেসার হিসেবে চলতি গ্রীষ্মে চোটে পড়লেন ওটিনিয়েল বার্টমান
জেরাল্ড কোয়েতজি, লিজাড উইলিয়ামস, উইয়ান ‍মুল্ডার, লুঙ্গি এনগিদি এবং অ্যানরিখ নরকিয়া! চোটের মিছিলে সাউথ আফ্রিকার পেস ইউনিট যেন মিনি ‘হাসপাতালে’ রূপ নিয়েছে। সেই হাসপাতালে যুক্ত হলেন আরেক ওপেনার ওটিনিয়েল বার্টমান। প্রোটিয়াদের ষষ্ঠ পেসার হিসেবে চলতি গ্রীষ্ম মৌসুমে চোটে পড়েছেন তিনি।

promotional_ad

ডান পায়ের হাঁটুর চোটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বার্টমান। ক্যাপ টাউনে দ্বিতীয় ওয়ানডের আগে রান আপের সময় অস্বস্তি অনুভব করেন ডানহাতি এই পেসার। ফলে সেই ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তবে পার্লে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন বার্টমান। 


৭ ওভারে ৩৭ রান খরচায় ২ উইকেটও নিয়েছিলেন তিনি। ৩১ বছর বয়সী এই পেসারের চোট অবশ্য সাউথ আফ্রিকার টেস্ট পরিকল্পনায় বাঁধা হয়ে দাঁড়াবে না। কারণ বার্টমানের পরবর্তী অ্যাসাইনমেন্ট সাউথ আফ্রিকার এসএ২০ লিগ। যেখানে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে খেলবেন। 


promotional_ad

পেসারদের চোটের মিছিলে কারণে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রোটিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন কর্বিন বশ। শেষ ওয়ানডের স্কোয়াডে বার্টমানের স্থলাভিষিক্ত হবেন তরুণ এই পেসার। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেক হতে পারে কর্বিনের।


গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় লাহিরু কুমারার বলে আঙুলে চোট পেয়েছিলেন মুল্ডার। টেস্ট স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। গুঞ্জন আছে, মুল্ডারকে নিয়ে ঝুঁকি নেবে না সাউথ আফ্রিকা। সুপারস্পোর্ট পার্কে কাগিসো রাবাদা, মার্কো জানসেন, কর্বিন এবং ড্যান প্যাটারসন অথবা কিউনা মাফাকাকে নিয়ে খেলতে নামতে পারে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball