
সাউথ আফ্রিকার পেসারদের মিনি ‘হাসপাতালে’ এবার বার্টমান
জেরাল্ড কোয়েতজি, লিজাড উইলিয়ামস, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি এবং অ্যানরিখ নরকিয়া! চোটের মিছিলে সাউথ আফ্রিকার পেস ইউনিট যেন মিনি ‘হাসপাতালে’ রূপ নিয়েছে। সেই হাসপাতালে যুক্ত হলেন আরেক ওপেনার ওটিনিয়েল বার্টমান। প্রোটিয়াদের ষষ্ঠ পেসার হিসেবে চলতি গ্রীষ্ম মৌসুমে চোটে পড়েছেন তিনি।