promotional_ad

চোট নিয়েই সাউথ আফ্রিকার টেস্ট দলে মহারাজ-মুল্ডার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার টেস্ট দলে উইয়ান মুল্ডার (বামে)
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোটে পড়েছিলেন উইয়ান মুল্ডার। সেরে উঠতে না পারায় এখনও মাঠের বাইরে আছেন পেস বোলিং এই অলরাউন্ডার। এদিকে কুঁচকির চোটে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কেশভ মহারাজ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাওয়ার নিশ্চয়তা না থাকলেও মহারাজ ও মুল্ডারকে দলে রেখেছে সাউথ আফ্রিকা।

promotional_ad

পার্লে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে গা গরমের সময় চোটে পড়েছিলেন মহারাজ। যার ফলে টসের ঠিক আগ মুহূর্তে খেলোয়াড়ের তালিকা থেকে বাঁহাতি স্পিনারের নাম সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে বুধবার স্ক্যান করার পর ক্রিকেট সাউথ আফ্রিকা নিশ্চিত করেছে, কুঁচকির চোটে ভুগছেন মহারাজ। 


পুনর্বাসনের জন্য ডারবানে ফিরবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাঁহাতি স্পিনারের ফিটনেস পর্যবেক্ষণ করবে প্রোটিয়ারা। মহারাজ ছিটকে গেলে নতুন স্পিনার খুঁজতে হবে তাদের। কারণ মহারাজ বাদে স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন কেবল সেনুরান মুথুসামি। 



promotional_ad

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং করতে গিয়ে লাহিরু কুমারার বলে আঙুলের চোটে পড়েছিলেন মুল্ডার। পুনর্বাসন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে আছেন তিনি। বৃহস্পতিবার সকালে আরও একবার স্ক্যান করে মুল্ডারের চোটের পরিস্থিতি বোঝার চেষ্টা করবে সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচের আগে সেরে উঠতে পারলে স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হবে টপ অর্ডার ব্যাপার ম্যাথু ব্রিটজকে।


বর্তমানে কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের দুজনই ফিট আছেন। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলছেন তারা। তবে পাকিস্তানের বেশ কয়েকজন পেসার চোটাক্রান্ত হয়ে আছেন। লুঙ্গি এনগিদি (কোমর), জেরাল্ড কোয়েটজি (কুঁচকি), নান্দ্রে বার্গার (পিঠ) এবং লিজাড উইলিয়ামসরা (হাঁটু) আগামী বছরের আগে ফিরতে পারবেন না। স্কোয়াডে ডেকে নেয়া হয়েছে আনক্যাপড কর্বিন বশ ও কিউনা মাফাকাকে।



সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কর্বিন বশ, ম্যাথু ব্রিটজ, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, কাইল ভেরেইনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball