ব্রেভিসের সেঞ্চুরি ছাপিয়ে ৪ আসরে তৃতীয়বার চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ

এসএ টোয়েন্টি
এসএ টোয়েন্টি
এসএ টোয়েন্টি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাকিদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে প্রিটোরিয়া ক্যাপিটালসকে একাই টানলেন ডেওয়াল্ড ব্রেভিস। ৭ ছক্কা ও ৮ চারে ডানহাতি ব্যাটার খেললেন ৫৬ বলে ১০১ রানের ইনিংস। সাউথ আফ্রিকান ব্যাটারের সেঞ্চুরি ম্লান করে দিয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও ম্যাথু ব্রিটজকে। দুজনের হাফ সেঞ্চুরির সঙ্গে অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ৬ উইকেটের জয় পেয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কেপ টাউনের রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ইস্টার্ন কেপের। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন জনি বেয়ারস্টো। নিজের খেলা প্রথম বলেই ডাক মেরে ফেরেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার। লুঙ্গি এনগিডির লেংথ ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়েছেন তিনি। বেয়ারস্টো ফেরার পর শুরুর ধাক্কা সামালের চেষ্টা করেন কুইন্টন ডি কক ও ব্রিটজকে। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি।

পাওয়ার প্লের শেষ বলে ফেরেন ডি ককও। পেসার লিজাড উইলিয়ামসের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। তবে টপ এজ হয়ে জর্ডান কক্সকে ক্যাচ দেন ১৫ বলে ১৮ রান করা ডি কক। একটু পর আউট হয়েছেন জর্ডান হারমানও। স্পিনার রস্টন চেজের বলে কক্সের হাতেই ধরা পড়েছেন মাত্র ৩ রানে। ইস্টার্ন কেপের রান পঞ্চাম হওয়ার আগে জেমস কোলসের উইকেটও হারায় তারা।

৪৮ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন ব্রিটজকে ও স্টাবস। তারা দুজনে মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। যদিও শেষের সমীকরণটাও সহজ ছিল না। শেষ ২৪ বলে ৫৬ রান করতে হতো তাদের। উইলিয়ামসের করা ১৭তম ওভারে দুজনে মিলে এনেছেন ১৪ রান। গিয়ডন পিটার্সের করা ১৮তম ওভারে এসেছে ২১ রান। দুই ওভারে ৩৫ রান এনে সমীকরণটা সহজ করে নিয়ে আসেন স্টাবস ও ব্রিটজকে।

শেষ ওভারে ৯ রান প্রয়োজন হলে পারর্সনসের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন স্টাবস। ইস্টার্ন কেপের অধিনায়ক ৪ ছক্কা ও ২ চারে ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আরেক ব্যাটার ব্রিটজকে অপরাজিত ৪৯ বলে ৬৮ রান করে। দুজনে মিলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এসএ টোয়েন্টিতে পঞ্চম উইকেটে ইস্টার্ন কেপের এটাই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রিটোরিয়া। বাকিদের ব্যর্থতার মাঝেও মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন ব্রেভিস। ডানহাতি ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন ৫৩ বলে। বাকিদের মধ্যে কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শেরফান রাদারফোর্ড ও ব্রাইস পার্সনস। শেষ পর্যন্ত ব্রেভিসের সেঞ্চুরিতে ১৫৮ রানের পুঁজি পায় প্রিটোরিয়া। ইস্টার্ন কেপের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্কো জানসেন।

আরো পড়ুন: