ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার

বিপিএল
এনামুল হক বিজয়, ফাইল ফটো
এনামুল হক বিজয়, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবি প্রকাশিত নতুন তালিকায় এই ৭ জনের নাম নেই। ক্রিকফ্রেঞ্জির হাতে এসেছে সেই তালিকা।

গত বিপিএলে হওয়া সম্ভাব্য ফিক্সিং এর তদন্তে এদের বিরুদ্ধে লাল সংকেত, যে কারণে প্রাথমিক তালিকায় থাকলেও বিপিএলের চূড়ান্ত খেলোয়াড় তালিকায় এদের নাম বাদ দেয়া হয়েছে।

মূলত ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থাকায় এই ক্রিকেটাররা বিপিএল নিলাম থেকে বাদ পড়েছেন। বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়, শফিউল এবং মিজানুর। এবার তিনজনই ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়লেন।

রাজশাহীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তাসকিন আহমেদ। কিন্তু আসরের এক পর্যায়ে অধিনায়কত্ব পান বিজয়। আরেক আলোচিত নাম মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।

তার মতো ঢাকার হয়ে খেলেছিলেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ফিক্সিংয়ের অভিযোগে নিলাম থেকে বাদ পড়েছেন তিনিও।