নোয়াখালীর সহকারী কোচ তালহা জুবায়ের

বিপিএল
নোয়াখালীর সহকারী কোচ তালহা জুবায়ের
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তালহা জুবায়ের। তবে বিপিএলের আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের সহকারী কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে বাংলাদেশের সাবেক পেসারকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূ্ত্র।

পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার পর থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন তালহা। বাংলাদেশ নারী দল, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি বাংলাদেশ টাইগার্সেও কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকি বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গেও যুক্ত ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচ ছিলেন তালহা।

বিপিএলে কাজ করেছেন খুলনার হয়ে। গত মৌসুমে তালহার অধীনেই ফাইনালে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজরা। আগামী বিপিএলে অবশ্য কাজ করবেন সহকারী কোচ হিসেবে। নোয়াখালীর প্রধান কোচের দায়িত্বে দেখা যেতে পারে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তাঁর।

এ ছাড়া ডিপিএল, বিপিএলের প্রায় প্রতি আসরেই কাজ করেছেন সুজন। ডিপিএলে চ্যাম্পিয়ন শিরোপা জিতেছেন আবাহনীর হয়ে। বিপিএলে ট্রফি ছুঁয়ে দেখেছেন ঢাকা ডায়নামাইটসে কোচিং করানোর সময়। গত আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কাজ করলেও সুবিধা করতে পারেননি লিটন দাসরা।

প্রথমবারের বিপিএল খেলতে যাওয়া নোয়াখালী একজন মেন্টর নিয়োগ দেয়ার কথা ভাবছে। যেখানে ফ্র্যাঞ্চাইজিটি আলোচনা করছে অস্ট্রেলিয়ার মাইকেল বেভান ও মার্ক বাউচারের সঙ্গে। তাদের দুজনের সঙ্গেই আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। পারিশ্রমিকের পাশাপাশি অন্যান্য শর্ত মিললে দুজনের যেকোন একজনকে দেখা যেতে পারে নোয়াখালীর মেন্টর হিসেবে।

নিলামের আগে সৌম্য সরকার ও হাসান মাহমুদের সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী। বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লস ও কুশল মেন্ডিসও খেলবেন তাদের হয়ে। এ ছাড়া ম্যাথু ফোর্ড কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল নিলাম।

আরো পড়ুন: নোয়াখালী এক্সপ্রেস