বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকা মঈনকে পেতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেট টাইটান্স। কদিন আগে গুঞ্জন উঠেছিল সবকিছু ঠিক থাকলে তাদের হয়েই বিপিএল খেলতে আসবেন তিনি। যদিও শেষ মূহূর্তে এসে সেটাতে ছেদ পড়তে যাচ্ছে। কারণ ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছে না।
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলতে মঈনের এজেন্ট যে পরিমাণ টাকা চাচ্ছেন সেটা দিতে রাজি নন সিলেটের টিম ম্যানেজমেন্ট। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন, পারিশ্রমিক না কমালে মঈনের সঙ্গে সিলেটের চুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির অন্য কেউ অবশ্য এখনো ইংলিশ তারকার সঙ্গে যোগাযোগ করেনি।
এদিকে আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। কয়েক বছর পর বিপিএলে নিলামে ফেরানো হয়েছে। নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। সুযোগটা কাজে লাগিয়ে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে সিলেট।
এ ছাড়া দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবের পাশাপাশি পেসার মোহাম্মদ আমিরের সঙ্গেও চুক্তি করেছে সিলেট। আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। তবে তাদের সঙ্গে এখনো চুক্তি হয়নি তাদের।