বিপিএল আয়োজনের দায়িত্ব আইএমজির বিপিএল নিয়ে সমালোচনা চলতেই থাকে। শুরুর দিকে আইপিএলের পরই বিপিএলকে ধরা হতো দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দিনে দিনে মান কমেছে বিপিএলের। গজিয়ে ওঠা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগরাও নিজেদের মান বাড়িয়েছে।