
খণ্ডকালীন চুক্তিতে বিপিএলের সঙ্গে থাকছে আইএমজি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্ক এড়াতে আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজির সঙ্গে কথা পাকা করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের চুক্তি করার কথা থাকলেও সেটা বাড়িয়ে ৪ বছর করা হচ্ছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২-১ দিনের মধ্যেই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারবে তারা।