বিপিএলে দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিরা

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলে দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিরা
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিনিয়োগ করলেও লাভবান হয়ে উঠতে পারে না ফ্র্যাঞ্চাইজিরা। লোকসান কমাতে কয়েক মৌসুম পরই বিপিএল থেকে সরে যায় প্রতিষ্ঠানগুলো। কয়েক মৌসুম পর পরই তাই নতুন মালিকানা খুঁজতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নতুন মালিকানা এসেই বদলে ফেলেন ফ্র্যাঞ্চাইজির পুরনো নাম। তবে এসবের সুযোগ থাকছে না আর। আগামী বিপিএল থেকে কোনো দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। সেই সাথে সবগুলো দলের নাম ঠিক করে দেবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন শাখাওয়াত হোসেন।

২০১২ সালে বরিশাল বার্নাস, চিটাগং কিংস, ঢাকা গ্লাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী ও সিলেট রয়্যালস ফ্র্যঞ্চাইজিকে নিয়ে প্রথমবার মাঠে গড়ায় বিপিএল। দলের সঙ্গে বেড়ে যাওয়ায় তাদের সঙ্গে যুক্ত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মতো দলগুলো। সবশেষ বিপিএলে খেলা একমাত্র চিটাগং কিংসকে গেছে প্রথম আসরের দলগুলোর মধ্যে। যদিও মাঝে ভাইকিংস, চ্যালেঞ্জার্সের নামেও খেলেছেন ভিন্ন মালিকাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

তাদের মতো একই দশা বাকিদেরও। টুর্নামেন্টের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হওয়া ঢাকা গ্লাডিয়েটর্সকে পরবর্তীতে দেখা গেছে ঢাকা ডায়নামাইটস, মিনিস্টার গ্রুপ ঢাকা, দুর্দান্ত ঢাকা, ঢাকা প্লাটুন ও ঢাকা ক্যাপিটালস নামে। বরিশাল বার্নাস নাম দিয়ে শুরু হলেও তাদের দেখা গেছে বুলস ও ফরচুন নামেও। সিলেট রয়্যালস খেলেছে সুপার স্টারস, সিক্সার্স, থান্ডার, সানরাইজার্স, স্ট্রাইকার্স নাম ব্যবহার করে।

বিপিএলের প্রথম আসরে খেলা খুলনা রয়্যাল বেঙ্গলস জেমকন গ্রুপের অধীনে খুলনা টাইটান্স ও মাইন্ড ট্রি গ্রুপের অধীনে খেলেছে খুলনা টাইগার্স নামে। তামিম ইকবাল, মঈন আলীদের নিয়ে খেলা দুরন্ত রাজশাহী পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়েছে রাজশাহী কিংস, দুর্বার রাজশাহী। বেশিরভাগ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে দেখা গেলেও একটি মৌসুমে তারা অংশ না নেয়ায় সেবার ভিন্ন মালিকানাধীন কুমিল্লা খেলেছে ওয়ারিয়র্স নামে।

সবগুলো ফ্র্যাঞ্চাইজির মধ্যে এখনো পর্যন্ত নাম পরিবর্তন হয়নি রংপুর রাইডার্সের। বিপিএলের আগামী আসরেও একই নামে খেলতে দেখা যেতে পারে তাদের। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলোর নাম এত পরিবর্তন না হলেও বিপিএলে সেটা হয়েছে দুই-এক মৌসুম পরপরই। সেটা বন্ধ করে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায় বিসিবি। যার অংশ হিসেবে কেউ এসেই যাতে নাম পরিবর্তন করতে না পরে সেই পদক্ষেপ নিয়েছে তারা।

এ প্রসঙ্গে শাখাওয়াত বলেন, ‘অনেকে অনেক নামে দল চেয়েছেন যেমন ফরচুন বরিশাল। এখানে উনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলো বোর্ড ঠিক করে দেবে এবং এটাকে আমরা ট্রেডমার্ক করে দিব— এই নাম আর কেউ চাইলেই পরিবর্তন করতে পারবে না। উনি যখন দলটা নেবেন এই নামেই নিতে হবে। ফ্র্যাঞ্চাইজি দলের নাম পরিবর্তন করতে পারবে না। আপনি যেকোনো একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের কথা বলেন আপনি ফ্র্যাঞ্চাইজি নেবেন আপনি ব্র্যান্ডটা চালাবেন কিন্তু আপনি নাম পরিবর্তন করতে পারবেন না।’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির সহ-সভাপতি বলেন, ‘এটা আসলে ব্র্যান্ড করার জন্য। যেমন ধরুন একদিন হলো ঢাকা ক্যাপিটালস আরেকদিন ঢাকা রাইডার্স আরেকদিন আরেক রকম— এমন যাতে না হয়। আমরা চেষ্টা করছি ৫ থেকে ১০ কিংবা ২০ বছর পরেও যেন এই নামটাই থাকে এবং এটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে।’

বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করতে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। ২৮ অক্টোবর নির্ধারিত সময় শেষের আগে ৯টি ফ্র্যাঞ্চাইজির জন্য মোট ১১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। বিসিবির প্রকাশিত সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির তালিকায় থাকা ময়মনসিংহের জন্য কেউ আবেদন জমা দেয়নি। বাকিদের মধ্যে রাজশাহী ও চট্টগ্রামের মালিকানা নিতে দুইটি করে প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে আবেদন করে। তবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ নিচ্ছে না বিপিএলে। যাচাই-বাছাই শেষে ২ নভেম্বরের মধ্যে পাঁচ কিংবা ছয়টি দলের নাম প্রকাশ করবে বিসিবি।

আরো পড়ুন: বিপিএল