বিপিএলে দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিনিয়োগ করলেও লাভবান হয়ে উঠতে পারে না ফ্র্যাঞ্চাইজিরা। লোকসান কমাতে কয়েক মৌসুম পরই বিপিএল থেকে সরে যায় প্রতিষ্ঠানগুলো। কয়েক মৌসুম পর পরই তাই নতুন মালিকানা খুঁজতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নতুন মালিকানা এসেই বদলে ফেলেন ফ্র্যাঞ্চাইজির পুরনো নাম। তবে এসবের সুযোগ থাকছে না আর। আগামী বিপিএল থেকে কোনো দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। সেই সাথে সবগুলো দলের নাম ঠিক করে দেবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন শাখাওয়াত হোসেন।