খণ্ডকালীন চুক্তিতে বিপিএলের সঙ্গে থাকছে আইএমজি

ফ্র্যাঞ্চাইজি লিগ
খণ্ডকালীন চুক্তিতে বিপিএলের সঙ্গে থাকছে আইএমজি
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্ক এড়াতে আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজির সঙ্গে কথা পাকা করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের চুক্তি করার কথা থাকলেও সেটা বাড়িয়ে ৪ বছর করা হচ্ছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২-১ দিনের মধ্যেই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারবে তারা।

সবশেষ জুনে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় বিপিএলের বিতর্ক কমাতে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেবে তারা। যার ফলশ্রুতিতে গত জুলাইয়ে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে আগ্রহ জানতে চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। যেখানে মোট পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। আইএমজির সঙ্গে ছিল অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজে গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্ট গ্রুপ।

বিপিএল আয়োজনের দায়িত্ব নেয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিল রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস ও আইএমজি। যদিও আইপিএলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা থাকা আইএমজিকে বেছে নেয় বিসিবি। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্নভাবে আইপিএল আয়োজনে কাজ করেছে তারা। তাদের হাতেই তাই বিপিএলের দায়িত্ব দেয় দেশের ক্রিকেট বোর্ড।

গত ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিন বছরের জন্য তাদের নিয়োগ দিলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কদিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন দ্রুতই আইএমজির সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

জানা গেছে, আগামী ২-১ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আইএমজির সঙ্গে চুক্তি সারবে বিসিবি। তবে সেই চুক্তিতে কিছুটা পরিবর্তন এসেছে। সূচি অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট মাঠে গড়াতে হাতে আর মাত্র মাস দুয়েক সময় আছে। এত অল্প সময়ে বিপিএলের মতো টুর্নামেন্ট আয়োজন করা কঠিন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির জন্য। এজন্য বিপিএলের সাথে কাজ করতে একটা সময় অনাগ্রহও প্রকাশ করেছিল।

যদিও শেষ পর্যন্ত বিপিএলের সঙ্গে থাকতে রাজী হয়েছে তারা। নতুন চুক্তি অনুযায়ী, হাতে সময় কম থাকায় আগামী বিপিএলে খণ্ডকালীন চুক্তিতে কাজ করবে আইএমজি। তিন বছরের যে চুক্তি হওয়ার কথা ছিল সেটা কার্যকর হবে পরের বিপিএল থেকে। অর্থাৎ সবমিলিয়ে ৪ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে বিপিএলের সঙ্গে পাচ্ছে বিসিবি।

গত ১১ অক্টোবর ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে দেশের ক্রিকেট বোর্ড। যেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। জানা গেছে, গত বিপিএলে খেলা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স থাকছে আগামী আসরেও। দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকবে কিনা সেটা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করবেন বিসিবির সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল।

এ ছাড়া বিপিএলে খেলতে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে দলগুলোকে। ফ্র্যাঞ্চাইজিদের ক্ষতি কমাতে আইপিএলের আদলে লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। যেখানে টিকিট, মিডিয়া রাইটস ও গ্রাউন্ডস থেকে ৩০ শতাংশ লভ্যাংশ পাবে তারা। এ ছাড়া পেরিমিটারে ৩০ মিনিট করে বিজ্ঞাপণ প্রতিষ্ঠানের অ্যাড দেখানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের আগে আগামী ১৭ নভেম্বর হতে পারে বিপিএলের ড্রাফট।

আরো পড়ুন: বিপিএল