এসএ২০ লিগের নিলামে ভারতের ১৩ ক্রিকেটার, পাকিস্তানের ৪০

ফাইল ছবি
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। সেই তালিকায় পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে আছেন ভারতের ১৩ জন। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

promotional_ad

আইপিএলের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার নিয়ম নেই ভারতীয় ক্রিকেটারদের। সেই নিয়ম শিথিল করতে দাবিও তুলেছিলেন সুরেশ রায়না, রবিন উথাপ্পার মতো ক্রিকেটাররা। যদিও নিজেদের নিয়ম থেকে সরে আসেনি বিসিসিআই। ভারতের ক্রিকেট থেকে অবসর নিলেই কেবল দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পাবেন তাদের ক্রিকেটারা।


আরো পড়ুন

এসএ২০ লিগের রিটেইন তালিকা প্রকাশ, নিলামে মার্করাম

২৩ জুলাই ২৫
ফাইল ছবি

অথবা ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিতে হবে ওই ক্রিকেটার। সাউথ আফ্রিকার লিগে নাম দেয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম পিযুষ চাওলা, সিদ্ধার্থ কাউল এবং অঙ্কিত রাজপুত। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান নাম পাঞ্জাব কিংস), কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে ১৯২ ম্যাচে ১৯২ উইকেট নিয়েছেন। সবশেষ ২০২৪ সালে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন তিনি।


দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা সিদ্ধার্থ ৫৫ ম্যাচে নিয়েছেন ৫৮ উইকেট। তাদের বাইরে এসএ২০ লিগে নাম দিয়েছেন মাহেশ আহির (গুজরাট) সারুল কানওয়ার (পাঞ্জাব), অনুরিত সিং কাথুরিয়া (দিল্লি), নিখিল জাগা (রাজস্থান), মোহাম্মদ ফাইদ, কেএস নাভিন (তামিলনাড়ু), আনসারি মারুফ, ইমরান খান (উত্তরপ্রদেশ), ভেঙ্কেটেশ গালিপেলি এবং আতুল যাদব (উত্তর প্রদেশ)।


promotional_ad



আরো পড়ুন

এনগিডির ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়

২০ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ লাখ রুপিতে নিবন্ধন করেছেন চাওলা। এ ছাড়া ইমরান খানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ রুপি। ভারতের বাকি ১১ ক্রিকেটারের সবার ভিত্তিমূল্য ১০ লাখ রুপি। সবমিলিয়ে ৮৪ ক্রিকেটার নিতে ৭.৪ মার্কিন ডলার খরচ করতে পারবে ৬ ফ্র্যাঞ্চাইজি। চতুর্থ আসরের নিলামে একজন ওয়াইল্ডকার্ড খেলোয়াড় নিতে পারবে তারা। চাইলে সাউথ আফ্রিকার কিংবা বিদেশি ক্রিকেটারও নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।


সেই ক্রিকেটারের পারিশ্রমিক অবশ্য স্যালারি ক্যাপে যুক্ত হবে না। এখন পর্যন্ত ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে এসএ২০ লিগে খেলেছেন দীনেশ কার্তিক। জাতীয় দলের পাশাপাশি আইপিএল থেকেও অবসর নেয়ার পর গত মৌসুমে পার্ল রয়্যালসের জার্সিতে দেখা গেছে তাকে। ভারতের বাইরে নিলামে নাম দিয়েছেন পাকিস্তানের ৪০ ক্রিকেটার। সেই তালিকায় আছেন সাইম আইয়ুব, ইমাম উল হক, আবরার আহমেদ ও আজম খানের মতো ক্রিকেটাররা।


মজার ব্যাপার হচ্ছে, এসএ২০ লিগের সবগুলো ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এমনকি সবারই আইপিএলে মালিকানা রয়েছে। টুর্নামেন্টের প্রথম তিন আসরে এখন পর্যন্ত কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলেনি। ইংল্যান্ড থেকে নিবন্ধন করেছেন ১৫০ জনের বেশি ক্রিকেটার। জেসন রয়ের পাশাপাশি অ্যালেক্স হেলসও নাম দিয়েছেন নিলামে। সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজের নাম উঠবে নিলামে।


এ ছাড়া নিলাম থেকে কেনার সুযোগ থাকেব ডেওয়াল্ড ব্রেভিস, কিউনা মাফাকা, কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসির মতো ক্রিকেটারদের। চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ২০ লিগের এবারের আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে এমআই কেপ টাউন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball