হ্যাজেলউডের আইপিএলে ফেরা নিয়ে শঙ্কা

ছবি: ফাইল ছবি

বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারই পরিবার সঙ্গে নিয়ে ভারতে আইপিএল খেলতে এসেছিলেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ চলাকালীন আচমকা যুদ্ধ জড়ায় ভারত ও পাকিস্তান। দুই দেশের হামলা-পাল্টা হামলার খবরে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। এমন অবস্থায় আইপিএল স্থগিত করা হলে পরিবার নিয়ে দেশে ফেরেন অস্ট্রেলিয়ানরা। সিডনি বিমানবন্দরে একসঙ্গে দেশে ফিরতে দেখা গেছে মিচেল স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা হিলিকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
এ ছাড়া অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটারই ফিরে গেছেন নিজ নিজ শহরে। তাদের মতো আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন হ্যাজেলউডও। কাঁধের চোটের কারণে মে মাসে এখন পর্যন্ত ম্যাচ খেলতে পারেননি ডানহাতি এই পেসার। চেন্নাইয়ের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরের ম্যাচ ছিল লক্ষ্ণৌর বিপক্ষে। সেই ম্যাচেও হেজেলউডের খেলার কথা ছিল।

সেই চোট নিয়েই দেশে ফিরে গেছেন হ্যাজেলউড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চোট থেকে সেরে উঠলেও আইপিএল খেলতে ভারতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। আগামী ১১ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাতে চান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ বছর পর বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন কোহলি
৬ মে ২৫
যুদ্ধবিরতি হওয়ায় আইপিএল চালু করতে তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। ধারণা করা হচ্ছে, ১৬ মে মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট। যার ফাইনাল হতে পারে ৩০ মে। পুরো টুর্নামেন্ট খেলতে আবারও ভারত এলে পরিবারের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারবেন না তারা। এমন অবস্থায় চলতি বছর বেঙ্গালুরুর জার্সিতে নাও দেখা যেতে পারে হ্যাজেলউড। ডানহাতি পেসারের পাশাপাশি ট্রাভিস হেড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের ফেরার সম্ভাবনাও ক্ষীণ।
হেড ও কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। স্বাভাবিকভাবে তারা ফিরতে চাইবে না বলে জানাচ্ছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে কোনো ক্রিকেটার যদি আইপিএলের বাকি অংশ খেলতে যদি কেউ আগ্রহ না দেখায় তাহলে তাকে সমর্থন করবেন তারা।