promotional_ad

আইপিএলের ভবিষ্যৎ জানা যাবে আজ

অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার, আইপিএল
শঙ্কা থাকলেও অল্প বৃষ্টির পর প্রায় এক ঘণ্টা দেরিতে মাঠে গড়িয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি। যদিও ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচটি শেষ হতে পারেনি ফ্লাডলাইট বিভ্রাটের কারণে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে ভিন্ন এক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে।

promotional_ad

দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার কারণে ধর্মশালার সঙ্গে পুরো ভারতের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এমন অবস্থায় দুই দলের ক্রিকেটারদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার পাঞ্জাবের ইনিংসের মাঝ পথে একে একে নিভে যায় তিনটি ফ্লাডলাইট।


আরো পড়ুন

ভারত ছাড়তে যাচ্ছেন আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা

১১ মিনিট আগে
ফাইল ছবি

ক্রিকেটার থেকে দর্শক সবাই শঙ্কিত হয়ে পড়েন। এরপর মিনিট দশেকের মধ্যেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আইপিএলের আয়োজকরা। এর কিছুক্ষণ পরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। সংস্থাটির সহ-সভাপতি রাজিব শুক্লা জানান ক্রিকেটারদের সরিয়ে নিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে আইপিএল নিয়ে যে জল্পনা কল্পনা চলছে তা নিয়ে বিস্তারিত জানা যাবে শুক্রবার।


promotional_ad

তিনি বিবৃতিতে বলেন, 'আমরা একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি উনা থেকে, যা ধর্মশালা থেকে খুব বেশি দূরে নয়। ম্যাচটি বাতিল করা হয়েছে এবং স্টেডিয়াম খালি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা আগামীকাল (শুক্রবার) টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'


আরো পড়ুন

আইপিএল আয়োজনের প্রস্তাবে ভারতকে ‘না’ সংযুক্ত আরব আমিরাতের

২ ঘন্টা আগে
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ফাইল ছবি

ফ্লাডলাইট নিভে যাওয়ার পর আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালকে দর্শকদের মাঠ ছাড়ার আহ্বান করতে দেখা যায়। এরপর স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান সতর্কতার অংশ হিসেবেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের জম্মু ও উদামপুরে এবং পাঞ্জাবের পাঠানকোটে তিনটি সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। এ কারণেই বিশেষ সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধুমাল।


তিনি বলেন, 'হ্যাঁ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ম্যাচটি বাতিল করা হয়েছে, কারণ আমার ধারণা জম্মুতে কিছু ঘটনা ঘটেছে। আমরা এটাই জানতে পেরেছি, তাই খেলা বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি আমরা। আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করছি। সরকারের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। সকল অংশীদারের সর্বোত্তম স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball