promotional_ad

ভারত-পাকিস্তান লড়াইয়ের জেরে বদলে গেল পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু

পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স
ভারত ও পাকিস্তানের মধ্যকার হামলা পাল্টা হামলার রেশ পড়তে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। এরই মধ্যে ধর্মশালা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ধর্মশালায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।

promotional_ad

এই ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে নেয়া হয়েছে মুম্বাইতে। এমনটি জানিয়েছে ভারতের বেশ কয়েকটি প্রথমসারির সংবাদমাধ্যম। এ ছাড়া বৃহস্পতিবার মাঠে নামার কথা রয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচের ভেন্যুও বদলে যাচ্ছে। তবে ম্যাচটি অন্য কোন ভেন্যুতে নিয়ে যাওয়া হবে তা এখনও জানা যায়নি।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

৫ মে ২৫
বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং

দ্রুতই বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে আশা করা যাচ্ছে। চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ধর্মশালা স্টেডিয়ামকে ব্যবহার করছে পাঞ্জাব। চলতি আইপিএলে সেখানে তাদের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।


promotional_ad

এরই মধ্যে একটি ম্যাচ তারা খেলে ফেলেছে। গত ৪ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়িয়েছে ধর্মশালায়। অপারেশন সিঁদুরের পরে পরিস্থিতি অনুযায়ী বাকি দুটি ম্যাচ যে ধর্মশালায় হচ্ছে না তা অনেকটাই অনুমেয়। এরই মধ্যে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।


আরো পড়ুন

হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা, শাস্তি পেলেন নেহরাও

১৮ ঘন্টা আগে
হার্দিক পান্ডিয়া ও আশিষ নেহরা, আইপিএল

এই তালিকায় রয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট। প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ মে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানবন্দরগুলো। অপরেশন সিঁদুরের পরে ভারতের একাধিক বিমানসংস্থা তাদের বিমান পরিষেবাও বন্ধ রেখেছে।


ফলে আইপিএলের দলগুলোও ভ্রমণ সূচি নিয়ে বিপাকে পড়েছে। ৮ তারিখের ম্যাচের জন্য ধর্মশালায় অবস্থান করছে পাঞ্জাব কিংস দল। সেই সঙ্গে দিল্লি ক্যাপিটালসও সেখানে পৌঁছেছে। চলতি সপ্তাহের শেষে সেখানে যাওয়ার কথা ছিল মুম্বাইয়েরও। তবে তারা এখন মুম্বাইতেই অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball