ম্যাচসেরা আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা

ছবি: বিসিসিআই

এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শুরুটা ভালো না হলেও পরবর্তীতে হাল ধরেন স্যাম কারান ও ডেওয়াল্ড ব্রেভিস। তাদের দুজনের ব্যাটেই শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় চেন্নাই। ইংলিশ ব্যাটার কারান খেলেছেন ৪৭ বলে ৮৮ রানের ইনিংস। সাউথ আফ্রিকান ব্রেভিসের ব্যাট থেকে এসেছে ৩২ রান।
চাহালের হ্যাটট্রিকের পর আইয়ারের ব্যাটে জিতল পাঞ্জাব
২৩ ঘন্টা আগে
তাদের দুজনের এমন বোলিংয়ের পরও ১৯.২ ওভারে ১৯০ রানে অল আউট হয়েছে চেন্নাই। আগে বোলিং করতে নেমে যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মার্কো জানসেনরা পাঞ্জাবকে ম্যাচে রেখেছেন। তবে নির্ধারিত সময়ের মাঝে বোলিং শেষ করতে না পারায় ইনিংসের শেষ ওভারে পাঞ্জাবের মাত্র চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে রাখতে হয়েছিল।

পরবর্তীতে ম্যাচ শেষে অধিনায়ক আইয়ারকে স্লো-ওভার রেটের জন্য ১২ লাখ রূপি জরিমানা করেছে। এক বিবৃতিতে জানানো হয়, আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
৭ ঘন্টা আগে
জয়ের জন্য ১৯০ রান তাড়ায় পাঞ্জাবকে ভালো শুরু এনে দেন প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলে সফরকারীরা। প্রভসিমরানও আউট হয়েছেন হাফ সেঞ্চুরি শেষে। তিনে নেমে অধিনায়ক আইয়ার খেলেছেন ৭২ রানের ইনিংস।
শেষের দিকে কয়েকটি উইকেট হারালেও চেন্নাইয়ের বিপক্ষে পাঞ্জাব জয় পেয়েছে ৪ উইকেটে। আইপিএলের চলতি আসরে পাঞ্জাবের এটি ষষ্ঠ জয়। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছেন রিকি পন্টিংয়ের শিষ্যরা। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।