promotional_ad

আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

বিসিসিআই
চোটের কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাব কিংসের একাদশে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। ডানহাতি হাতের আঙুলের চোট গুরুতর হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার।

promotional_ad

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের সময় শ্রেয়াস আইয়ার জানিয়েছিলেন, চোটের কারণে একাদশে নেই ম্যাক্সওয়েল। যদিও তার বিকল্প নিয়ে এখনো ভাবেনি পাঞ্জাব। অধিনায়ক অবশ্য বর্তমান দলের উপরই আস্থা রাখছেন। সেই সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস বলেছিলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে তাঁর আঙুলে চিড় ধরা পড়েছে।


আরো পড়ুন

‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’

২১ এপ্রিল ২৫
গ্লেন ম্যাক্সওয়েল (বামে) ও লিয়াম লিভিংস্টোন (ডানে)

‘সত্যি বলতে আমরা এখনো বিকল্প নিয়ে ভাবিনি। কিন্তু মাইন্ডসেটের দিক থেকে আমরা অনেক শক্তিশালী। একাদশের বাইরেও আমাদের বেশ কিছু ভালো প্লেয়ার আছে। আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা আমাদের ম্যাচ জেতাতে পারে। যতটা সম্ভব এটা আমরা ধরে রাখার চেষ্টা করব।’


promotional_ad

চোটের পরিস্থিতি বুঝতে ইতোমধ্যে স্ক্যান করেছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকার স্বদেশী মার্কাস স্টইনিস নিশ্চিত করেছেন, স্ক্যান শেষে ভালো কিছু আসেনি। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচেই আগেই স্টইনিস ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ম্যাক্সওয়েলের আইপিএল শেষ।


আরো পড়ুন

ম্যাচসেরা আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা

২ ঘন্টা আগে
বিসিসিআই

ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে স্টইনিস বলেন, ‘সে ভাবেনি এটা এতটা বাজে হবে। কিন্তু এটা আসলেই খুব বাজে। সে স্ক্যান করিয়েছে এবং হ্যাঁ, ফলাফল ভালো আসেনি। সুতরাং, ম্যাক্সওয়েলের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় সে খুব সম্ভবত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।’


আইপিএলের চলতি আসরে সময়টা একেবারেই ভালো যায়নি ম্যাক্সওয়েলের। পাঞ্জাবের হয়ে সাত ম্যাচ খেলে মাত্র ৪৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে একটি ম্যাচেই করেছিলেন ৩০ রান। বল হাতে অবশ্য সমান ম্যাচে ৮.৪৬ ইকনোমি রেটে নিয়েছেন ৪ উইকেট।


ম্যাক্সওয়েলের আগে চোটের কারণে ছিটকে গেছেন লকি ফার্গুসন। আইপিএলের সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হওয়ায় ভালো মানের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে জানান প্রধান কোচ রিকি পন্টিং। এখন পর্যন্ত ১০ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে পাঞ্জাব। ১৪ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball