এলপিএল থেকে বিলুপ্ত তাসকিন-হৃদয়দের সাবেক ফ্র্যাঞ্চাইজি

ছবি: তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়

তাই তাদের চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে এসএলসি। এই দুই দলেই লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। এর মধ্যে কলম্বো স্ট্রাইকার্সে আর হৃদয় মাঠ মাতিয়েছিলেন জাফনার হয়ে। আগামী আসরেও এই দুই ফ্র্যাঞ্চাইজিতে তাদের খেলার জোর সম্ভাবনাও ছিল।
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
২৯ এপ্রিল ২৫
এবার তাদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে এসএলসি এক বিবৃতিতে বলেছে, ‘চুক্তির ব্যাপারে তাদের যে দায়দায়িত্ব ছিল, সেটা পূরণে তারা ব্যর্থ হয়েছে। এসএলসি ও আইপিজি গ্রুপ (এলপিএলের আয়োজক কমিটি) এলপিএলের শুদ্ধতা ও সঠিক মানদণ্ড ধরে রাখতে কাজ করে যাচ্ছে।’

এই দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করার পর আর কোনো পুরোনো ফ্র্যাঞ্চাইজি রইল না লঙ্কা প্রিমিয়ার লিগে। বাকি যে তিন দল গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনসের সঙ্গে চুক্তি হয়েছে মূলত গত বছরই। লঙ্কা প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল জাফনা কিংস।
পাঁচ টুর্নামেন্টের তিন শিরোপাই গেছে জাফনার ঘরে। প্রথম এলপিএলের শিরোপাও জাফনার ফ্র্যাঞ্চাইজি পেয়েছিল। এদিকে এলপিএলে এখন পর্যন্ত চতুর্থবারের মতো বদলে যাচ্ছে কলম্বোর ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা। এদিকে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা আপাতত নিজেদের হাতেই রাখবে লঙ্কা ক্রিকেট বোর্ড। তারা দ্রুতই এই দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রির চেষ্টা করবে।