ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

ছবি: কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি জিতলেও পরের সময়টুকু ভালো কাটেনি ভারতের। ২০২৪ সালের নিজেদের দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ঘরের মাঠে নিজেদের ইতিহাসে কিউইদের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশ হয় তারা। পরবর্তীতে অস্ট্রেলিয়া সফরও গেছে দুঃস্বপ্নের মতো।
রোহিতদের কোচ নায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই
১৭ এপ্রিল ২৫
বোর্ডার-গাভাস্কার সিরিজে একটির বেশি ম্যাচ জিততে পারেনি সফরকারী ভারত। টানা দুই টেস্ট সিরিজে এমন ফলাফলের পর বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কারও চাকরি না গেলেও ক্রিকেটারদের নিয়ে নতুন ১০টি দিকনির্দেশনা দেয় তারা। তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়া ইংল্যান্ড সিরিজে ছিলেন না অভিষেক।
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Welcome back home, <a href="https://twitter.com/abhisheknayar1?ref_src=twsrc%5Etfw">@abhisheknayar1</a> 💜 <a href="https://t.co/IwJQTnAWxa">pic.twitter.com/IwJQTnAWxa</a></p>— KolkataKnightRiders (@KKRiders) <a href="https://twitter.com/KKRiders/status/1913559286132637967?ref_src=twsrc%5Etfw">April 19, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কোচিং স্টাফে গম্ভীরের সঙ্গে যোগ দিয়েছিলেন সিতানশু কোটাক। তাকে ব্যাটিং কোচ করার পরই অভিষেকের ভবিষ্যত নিয়ে গুঞ্জন তৈরি হতে থাকে। যদিও তাদের দুজনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছিল ভারত। অপরাজেয় চ্যাম্পিয়ন হওয়া জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন অভিষেক ও কোটাক।
চাহালের টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল পাঞ্জাবের
১৬ এপ্রিল ২৫
টুর্নামেন্ট শেষ হওয়ার মাসখানেক পর জাতীয় দলের চাকরি হারিয়েছেন অভিষেক। ১৭ এপ্রিল এক প্রতিবেদনে জানায়, টানা দুই টেস্ট সিরিজে ভারত ভালো করতে না পারায় অভিষেককে সরিয়ে দিয়েছে বিসিসিআই। ফলে ৮ মাসেই জাতীয় দলের চাকরির ইতি টানতে হয়েছে তাকে। জাতীয় দলের কোচিং স্টাফ থেকে সরিয়ে দেয়ার দুদিনের মধ্যেই নতুন চাকরি পেয়েছেন অভিষেক।
নিজের পুরনো ঠিকানা কলকাতায় সহকারী কোচ হিসেবে ফিরেছেন ভারতের হয়ে ৩ ওয়ানডে খেলা এই অলরাউন্ডার। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কলকাতার কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। এই সময়ের মধ্যে ২০২৪ সালে আইপিএলের চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা। তবে ভারতের কোচ হওয়ার সুযোগ পাওয়ায় ২০২৪ সালে কলকাতা ছেড়েছিলেন অভিষেক।
২১ এপ্রিল ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। হারতে হয়েছে চারটি ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছেন আজিঙ্কা রাহানে, ভেঙ্কেটেশ আইয়ার, আন্দ্রে রাসেলরা।