বিধ্বংসী অভিষেকে হায়দরাবাদের অবিশ্বাস্য জয়

ছবি: অভিষেক শর্মা ও আর্শদীপ সিং, আইপিএল

অবশেষে পাঞ্জাব কিংসের বিপক্ষে চিরচেনা রূপে ফিরেছে হায়দরাবাদ। হায়দরাবাদ বললে ভুল হবে এই ম্যাচে পাঞ্জাব কিংসকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। এই ওপেনার ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১০টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন ১৪টি চারও।
বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের
২২ মার্চ ২৫
২৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা হায়দরাবাদকে ১৭১ রানের ওপেনিং জুটি এনে দিয়েছেন অভিষেক ও ট্রাভিস হেড। হেড নিজেও দ্রুত গতিতে ব্যাট চালিয়েছেন শুরু থেকে। তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬৬ রান। এরপর ক্লাসেন ১৪ বলে ২১ ও ইশান কিশান ৬ বলে ৯ রান করে অপরাজিত থেকে হায়দরবাদের ৮ উইকেটের জয় নিশ্চিত করেছেন ৯ বল হাতে রেখেই।

হায়দরাবাদের এই রান তাড়া টি-টোয়েন্টির হিসেবে চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৪ আইপিএলে পাঞ্জাবের দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরের রেকর্ডটর ওয়েস্ট ইন্ডিজের দখলে ২০২৩ সালে সাউথ আফ্রিকার দেয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে প্রোটিয়ারা।
সিরাজের সেঞ্চুরির দিনে হায়দরবাদকে হারিয়ে দুইয়ে গুজরাট
৬ এপ্রিল ২৫
আর ২০২৩ সালে সারের বিপক্ষে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে মিডলসেক্স। এই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে আইপিএলের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে হায়দরাবাদ।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৮৬ রানের ইনিংসে ও মার্কুস স্টইনিসের ১১ বলে ৩৪ রানের ক্যামিওতে ভর করে প্রায় আড়াইশর পুঁজি পায় পাঞ্জাব। হায়দরাবাদের হয়ে ৪টি উইকেট নেন হার্শাল প্যাটেল। দুটি উইকেট নেন জিসান আনসারি।