সিরাজের সেঞ্চুরির দিনে হায়দরবাদকে হারিয়ে দুইয়ে গুজরাট

ছবি: আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে সিরাজ, আইপিএল

গুজরাটের এই জয়ে বড় অবদান মোহাম্মদ সিরাজের। ভারতের এই পেসার ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন। আগের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন সিরাজ। হায়দরাবাদের বিপক্ষে ১৭ রানে নিলেন ৪ উইকেট।
শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি: সিরাজ
১১ ঘন্টা আগে
আর তাতেই আইপিএলে ক্যারিয়ারের সেরা বোলিংয়ের তৃপ্তি পেয়েছেন তিনি। এর মধ্যে দিয়ে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলকেও পৌঁছে গেছেন সিরাজ। এই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫২ রান করে হায়দরাবাদ। সেই লক্ষ্য ২০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে গুজরাট।

এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে হারের স্বাদ পেয়েছে হায়দরাবাদ। তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের তলানিতে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না গুজরাটেরও। তারা ১৬ রানে হারায় ২ উইকেট। তবে তৃতীয় উইকেট জুটিতে গিল ও ওয়াশিংটন সুন্দরের ৫৬ বলে ৯০ রানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট।
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক
৬ ঘন্টা আগে
সুন্দর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে খেলেছেন ৪৯ রানের ইনিংস। আর গিল অপরাজিত ছিলেন ৬১ রানে। শেষদিকে নেমে শেরফানে রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানের ক্যামিও খেলেছেন। গুজরটের ৩ উইকেটের মধ্যে ২টি উইকেট নেন মোহাম্মদ শামি। আর বাকি এক উইকেট গেছে প্যাট কামিন্সের ঝুলিতে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে হায়দরাবাদ। তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন নীতিশ কুমার রেড্ডি। আর ২৭ রান এসেহে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। এ ছাড়া বিশ রানের গন্ডি পেরুতে পেরেছেন কেবল কামিন্স। তিনি ২২ রান করে অপরাজিত ছিলেন।