promotional_ad

বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের

ট্রাভিস হেড ও অভিষেক শর্মাতেই আস্থা সানরাইজার্স হায়দরাবাদের, ফাইল ছবি
ইনিংসের প্রথম বল থেকেই চার-ছক্কা মারার মন্ত্রে বিশ্বাসী ট্রাভিস হেড। আক্রমণাত্বক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেলে দেয়ার পাশাপাশি ভয়ও ধরিয়ে দেন অস্ট্রেলিয়ার ওপেনার। জাতীয় দলে এমন ‘মুডে’ ব্যাটিং করা হেড সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে হয়ে উঠেছেন আরও আক্রমণাত্বক, বিধ্বংসী। চার-ছক্কা ছাড়া অন্য কিছু করতে যেন ভুলেই গেছেন তিনি।

promotional_ad

একপ্রান্তে হেড তো অন্য প্রান্তে বোলারদের ভয়ের আরেক নাম অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার ব্যাটারের সঙ্গে পাল্লা দিয়ে চার-ছক্কা মেরে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পটু তিনি। আইপিএলের গত মৌসুমে ওভারপ্রতি ১৩.২১ রান তুলেছে হেড-অভিষেক জুটি। পাশাপাশি গড়ে প্রায় প্রতি ম্যাচেই ৫০ রান করেছে তাদের জুটি। সেই সঙ্গে হেনরিখ ক্লাসেন ও নীতিশ রেড্ডিকে নিয়ে চার মিলে মেরেছেন ১৩৩ ছক্কা। 


আরো পড়ুন

'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী

১৮ ফেব্রুয়ারি ২৫
মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ক্রিকেটের ধাঁচ বদলে দেয়া তাদের চার জনের এমন ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের নাম হয়ে উঠেছিল ‘রানরাইজার্স’ হায়দরাবাদ! ২০২৫ আইপিএলেও একই দলের হয়ে খেলবেন তারা চারজন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ইশান কিশান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সাত মৌসুম খেলা বাঁহাতি ব্যাটার খেলেন ওপেনিংয়ে। ইশান যোগ দেয়ার পরই আলোচনা শুরু হয় তবে কী হেড-অভিষেক জুটি ভাঙতে যাচ্ছে?


এমন গুঞ্জন কিংবা আলোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ড্যানিয়েল ভেটরি। হায়দরাবাদের প্রধান কোচ নিশ্চিত করেছেন, গত মৌসুমের মতো এবারও হেড-অভিষেকই ওপেনিং করবেন। এ প্রসঙ্গে ভেটরি বলেন, ‘আমার মনে হয় না আমরা ওপেনিং জুটি ভাঙবো। ইশান তাদের এবং অন্যদের পরিপূরক। সেও প্রায় একই স্টাইলের ব্যাটিং করে।



promotional_ad

‘বাঁহাতি এবং সব ধরনের বোলারকেই খেলার সামর্থ্য রাখে। আমরা খুবই ভাগ্যবান তাদের দুজনের সঙ্গে তাকেও স্কোয়াডে যুক্ত করতে পেরেছি। তারপর নীতিশ, ক্লাসেন এবং আমাদের আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে তারা জায়গা করে নিতে পারে। তাকে আমরা দলের জন্য ভালো একটা সংযোজন হিসেবে দেখছি।’


আরো পড়ুন

‘ধোনির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলো না’

২ ঘন্টা আগে
২০২৫ মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি, সিএসকে

আইপিএলের গত মৌসুমেই পুরোটা সময় জুড়েই আক্রমণাত্বক ব্যাটিংয়ে সবার নজর কেড়েছে হায়দরবাদ। বিধ্বংসী ব্যাটিংয়ে ভরসা করেই সেবার ফাইনালে উঠেছিল তারা। যদিও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে হারতে হয়েছে। আইপিএলের নতুন মৌসুমের দ্বিতীয় দিনেই মাঠে নামছে হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের আগে ভেটরি নিশ্চিত করেছেন, যেকোনো মাঠেই তারা আক্রমণাত্বক ব্যাটিং করবেন। 


হায়দরাবাদের প্রধান কোচ বলেন, ‘আমরা যে মাঠেই যাই না কেন আমাদের আমাদের ব্যাটাররা আক্রমণাত্বক ক্রিকেটই খেলবে। একমাত্র পিচই এটাকে একটু প্রশমিত করতে পারে কিন্তু বেশিরভাগ সময়েই আইপিএলের উইকেটে ব্যাটিং বান্ধব। আপনি যখন এই মাঠে আসেন তখন আপনি জানেন আপনার কাছ থেকে কী প্রত্যাশা করে। আপনি জানেন ব্যাটাররা আমাদের বিপক্ষে কীভাবে খেলবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball