promotional_ad

যেকোনো মূল্যে শ্রেয়াসকে পাঞ্জাবে চেয়েছিলেন পন্টিং

পাঞ্জাবের অনুশীলনে রিকি পন্টিং (বামে) ও শ্রেয়াস আইয়ার (ডানে), ফাইল ফটো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেই শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজয়ী এই অধিনায়ককে যেকোনো মূল্যে দলে চেয়েছে পাঞ্জাব। দলটির অধিনায়কত্বও পেয়েছেন শ্রেয়াস। টুর্নামেন্ট শুরুর আগে শ্রেয়াসকে দলে নেয়ার স্মৃতিচারণ করলেন পন্টিং।

promotional_ad

মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটার, সঙ্গে নেতৃত্বগুণ। আইপিএল নিলামে শ্রেয়াস দ্যুতি ছড়াবেন এমনটা অনুমান করা যাচ্ছিল আগেই। তবে ভারতের এই ক্রিকেটারকে দলে ভেড়াতে রীতিমতো মরিয়া ছিল পাঞ্জাব।


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপেও খেলবেন রোহিত, বিশ্বাস পন্টিংয়ের

১২ মার্চ ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

দলটির নতুন প্রধান কোচ রিকি পন্টিং বলেন, 'এবারের নিলামে যদি পেছন ফিরে তাকান, তাহলে এটা মোটামুটি সবার কাছেই পরিষ্কার ছিল যে, কাকে আমি অধিনায়ক হিসেবে চাই। এবং আমাদের চাওয়া পূরণ হয়েছে। শ্রেয়াসের সঙ্গে আবার কাজ করতে মরিয়া ছিলাম আমি। দিল্লিতে লম্বা সময় ধরে দারুণ কাজের সম্পর্ক ছিল আমাদের। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সেরাদের একজন সে। মানুষ হিসেবে সে দারুণ। আইপিএলজয়ী অধিনায়ক। এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না।'


'সম্ভাব্য সেরা নেতাকেই আমরা নিজেদের দলে পেয়েছি। একসঙ্গে দারুণ সময় কেটেছে আমাদের, এসেছে সাফল্য। আমার মনে হয়, পরস্পরকে খুব ভালো বুঝতে পারি আমরা। আপনারা তো জানেনই, যে কোনো দলেই কোচ-অধিনায়কের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আমাদের দুজনের সম্পর্ক খুবই শক্তিশালী।'



promotional_ad

মেগা নিলামের সেই সময়টায় দারুণ ফর্মে ছিলেন শ্রেয়াস। রঞ্জি ট্রফিতে নিলামের কিছুদিন আগেই খেলেন ১৪২ রানের ইনিংস। মুম্বাইয়ের হয়ে তারপর খেলেন ক্যারিয়ার সেরা ২৩৩ রানের ইনিংস। মেগা নিলামের ঠিক আগের দিন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেন ৫৭ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস।


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

২২ ঘন্টা আগে
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

দিল্লি ক্যাপিটালস এবং কলকাতার পর পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে সন্তুষ্ট শ্রেয়াস। বিশেষ করে কোচ পন্টিংকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'অন্য এক ফ্র্যাঞ্চাইজিতে তার সঙ্গে প্রায় তিন বছর কাজ করেছি। মাঠের ভেতরে-বাইরে প্রতি ক্রিকেটারকে নিয়ে তিনি কীভাবে ভাবেন, তা আমি জানি। সবার পাশে সমানভাবে থাকেন তিনি।'


'অনেক দলেই দেখা যায় সিনিয়র-জুনিয়র সংস্কৃতি আছে। কিন্তু আমি যখন তার সঙ্গে প্রথমবার কাজ করি, আমাকে তিনি এই অনুভূতি দিয়েছিলেন যে, আমি দুর্দান্ত এক ক্রিকেটার এবং এই সংস্করণে সহজেই নিজেকে ছাড়িয়ে যেতে পারি। আমাকে যে আত্মবিশ্বাস তিনি জুগিয়েছেন, অন্য পর্যায়ের তা।'



শ্রেয়াস ছাড়াও এবারের মেগা নিলাম থেকে দারুণ সব ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। ১৮ কোটি রুপিতে আর্শদিপ সিং, সমান পরিমাণ অর্থে যুবেন্দ্র চাহাল, ১১ কোটি রুপিতে মার্কাস স্টইনিস ও চার কোটি ২০ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভেড়ায় দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball