promotional_ad

আইপিএলে ২ বছর নিষিদ্ধ ব্রুক

ইংল্যান্ডের জার্সিতে হ্যারি ব্রুক
সপ্তাহ খানেক বাদেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। এ কারণে এই ইংলিশ ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

promotional_ad

ব্রুকের নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআইয়ের পক্ষ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। ব্রুকের নিষেধাজ্ঞা অনুমেয়ই ছিল। আইপিএলে মেগা নিলামের আগেই কঠোর নিয়ম করা হয় আইপিএলে দল পেয়ে না খেলা ক্রিকেটারদের নিয়ে।


আরো পড়ুন

জাতীয় দলের জন্য আর্থিক ক্ষতি মাথা পেতে নেবেন ব্রুক

১০ এপ্রিল ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ব্রুক

কোনো উপযুক্ত কারণ ছাড়া বা শুধু ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো বিদেশি না খেলার সিদ্ধান্ত নিলে আইপিএলে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে তাকে। এবার সেই নিয়ম কার্যকর করা হয়েছে ব্রুককে দিয়ে। ফলে ২০২৬ ও ২০২৭ আইপিএলের নিলামে অংশ নিতে পারবেন না এই ইংলিশ ক্রিকেটার।


promotional_ad

এই বিষয়টি বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে। আইপিএলের মেগা নিলাম থেকে ব্রুককে সোয়া ৬ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। এর আগে ২০২৪ সালেও ব্রুককে দলে নিয়েছিল তারা। তবে সেবার দাদির মৃত্যুর কারণে সেই আসরে অংশ নেননি তিনি।


আরো পড়ুন

স্টার্ক ‘ম্যাজিকের’ পর সুপার ওভারে জিতল দিল্লি

৯ ঘন্টা আগে
বিসিসিআই

এর আগে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে মার্ক উড, জেসন রয়রা আইপিএল থেকে ব্যক্তিগত কারণে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। এই তালিকায় নাম আছে অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারেরও। নিলামের পর হুট করে নাম সরিয়ে নেয়ায় পরিকল্পনায় বড় ব্যাঘাত ঘটে ফ্র্যাঞ্চাইজিদের।


এ কারণেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ২০২৫ আসর থেকে কঠোর নিয়ম জারি করেছে বিসিসিআই। এখন দেখার বিষয় এই নিয়ম কতটা কার্যকর হয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball