promotional_ad

সাকিবকে ছেড়ে দিলো নাইট রাইডার্স

লস অ্যাঞ্জেলেসের হয়ে অনুশীলনে সাকিব আল হাসান
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) সবশেষ মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও সেরা চারে উঠতে পারেননি তারা। প্রথম আসরে লস অ্যাঞ্জেলেসের হয়ে ৪ ম্যাচে ১৫ গড় ও ১২৫ স্ট্রাইক রেটে ৬০ রান করেছিলেন সাকিব। বল হাতে আরও বিবর্ণ ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ৪ ম্যাচে নিয়েছিলেন মাত্র একটি উইকেট।

promotional_ad

এমন পারফরম্যান্সের পর আগামী মৌসুমের আগে সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশের সাকিবের পাশাপাশি সাউথ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের রাসেল, নারিন এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে রিটেইন করেছে লস অ্যাঞ্জেলেস।


আরো পড়ুন

ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব

৭ ঘন্টা আগে
রূপগঞ্জের জার্সিতে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান

১৯ ফেব্রুয়ারি হতে যাওয়া ড্রাফটের আগে ১৫ ক্রিকেটারকে রিটেইন করেছে চ্যাম্পিয়ন্স ওয়াশিংটন ফ্রিডম। সবশেষ মৌসুমে ৯ ম্যাচে ৩৩৬ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে ছেড়ে দিয়েছে তারা। এ ছাড়া আকিল হোসেন, অ্যান্ড্রু টাইকেও রিটেইন করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের রানার্স আপ সান ফ্রান্সিসকো ইউনিকর্ন ফিন অ্যালেন, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক জুটিকে রিটেইন করেছে।



promotional_ad

যদিও অধিনায়ক প্যাট কামিন্স, ম্যাট হেনরি এবং জশ ইংলিসকে ছেড়ে দিয়েছে সান ফ্রান্সিসকো। ছয় দলের মাঝে সবচেয়ে কম ৭ ক্রিকেটারকে রিটেইন করেছে সিটল ওরকাস। শুধুমাত্র সাউথ আফ্রিকার হেনরিখ ক্লাসেন এবং রায়ান রিকেলটনকে রিটেইন করেছে তারা। তবে বিদেশি ক্রিকেটারদের মাঝে কুইন্টন ডি কক, মাইকেল ব্রেসওয়েল, ওবেদ ম্যাককয় এবং নান্দ্রে বার্গারকে ছেড়ে দিয়েছে ওরকাস। 


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৩ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

এমএলসির প্রথম আসরের চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান ও রশিদ খানকে রিটেইন করেছে। তবে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ডেওয়াল্ড ব্রেভিস ও অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে ছেড়ে দিয়েছে। গত মৌসুমের মতো এবারও টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন ফাফ ডু প্লেসি ও ডেভন কনওয়ে। 



এ ছাড়া মার্কাস স্টইনিস ও আফগানিস্তানের নুর আহমেদকে রিটেইন করেছে টেক্সাস। বিদেশিদের মাঝে মিচেল স্যান্টনার, মাথিশা পাথিরানা, ড্যারিল মিচেল ও নাভিন উল হককে ছেড়ে দিয়েছে তারা। ঘরোয়া ক্রিকেটারদের মাঝে নিউ ইয়র্কের স্টিভেন টেলর, ওরকাসের শেহান জয়াসুরিয়া এবং ওয়াশিংটন রিটেইন করেনি জসদীপ সিংকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball